ইলেকট্র্রন ও প্রোটনের আকর্ষণ বল

প্রশ্ন:

ইলেকট্র্রন ও প্রোটনের আকর্ষণ বল সমান হয়ে থাকলে, প্রতিটি ইলেকট্রন প্রোটন থেকে সমান দূরত্বে অবস্থান না করে ভিন্ন দূরত্বে অবস্থান করে কেন?

প্রশ্নটা করেছেন মো. রাফাত মিঞা, দশম শ্রেণি, এ কে স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর: মূল ব্যাপার হলো প্রতিটি পরমাণুর কেন্দ্রে যত প্রোটন থাকে, তার চারপাশে সমসংখ্যক ইলেকট্রন থাকে। পরমাণুর বৈদ্যুতিক চার্জ শূন্য। কিন্তু প্রোটনের চার্জ পজিটিভ ও ইলেকট্রনের নেগেটিভ। সমসংখ্যক প্রোটন ও ইলেকট্র্রন থাকায় পুরো পরমাণুর চার্জ শূন্য হয়ে যায়। প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে আর ইলেকট্রন তার চারপাশে অবস্থান করে। এই কেন্দ্রকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে থাকে নিউট্রন। প্রোটন আর নিউট্রনের মধ্যে কাজ করে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় খুবই শক্তিশালী হওয়ায় সমধর্মী চার্জ হওয়া সত্ত্বেও প্রোটনকে নিউক্লিয়াসে আটকে রাখে। সবল নিউক্লিয় বল আবার কাজ করে খুব কম দূরত্বে। তাই ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না এই বল। সমধর্মী ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তাই আর এক জায়গায় জড়ো হতে পারে না। প্রতিটি ইলেকট্রনের আবার শক্তির মাত্রা আলাদা। তাই তারা নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন শক্তিস্তর-উপশক্তিস্তরে বিভক্ত হয়ে থাকে। কোনো শক্তিস্তরে কীভাবে বিন্যস্ত থাকবে তা বোঝা যায় কোয়ান্টাম বলবিদ্যা দ্বারা।

-সম্পাদক, বিজ্ঞানচিন্তা