১
১৯০১ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১১৮ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞানে, পেয়েছেন ২২৬ জন বিজ্ঞানী। ১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২—এই ছয় বছর নোবেল পুরস্কার দেওয়া হয়নি।
২
মাত্র ৪ জন নারী এ পর্যন্ত (২০২২) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন পোলিশ পদার্থবিজ্ঞানী মেরি কুরি (১৯০৩), জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী মারিয়া গোপার্ট-মায়ার (১৯৬৩), কানাডিয়ান পদার্থবিজ্ঞানী ডনা স্ট্রিকল্যান্ড (২০১৮) এবং মার্কিন জ্যোতির্বিদ আন্দ্রেয়া গেজ (২০২০)।
৩
২০২২ সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ বয়সী বিজ্ঞানীর নাম উইলিয়াম লরেন্স ব্র্যাগ (২৫)। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি নিয়ে গবেষণার জন্য তিনি বাবা উইলিয়াম হেনরি ব্র্যাগের সঙ্গে ১৯১৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান।
৪
সবচেয়ে বয়স্ক বিজ্ঞানী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার অ্যাশকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে আলোক টুইজার ও জৈবব্যবস্থায় এর প্রয়োগবিষয়ক গবেষণা জন্য তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
৫
চার পিতা-পুত্রজোড় নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে। তাঁরা হলেন জে জে টমসন (বাবা) ও জর্জ টমসন (পুত্র), নীলস বোর (বাবা) ও অউ বোর (পুত্র), হেনরি ব্র্যাগ (বাবা) ও লরেন্স ব্র্যাগ (পুত্র) এবং কার্ল ম্যান সিয়েবন (বাবা) ও কাই ম্যান সিয়েবন (পুত্র)। তবে পদার্থবিজ্ঞান ছাড়াও অন্যান্য ক্ষেত্রসহ মোট ৭টি পরিবার নোবেল পুরস্কার পেয়েছে। তাঁদের নিয়ে বিস্তারিত জানতে পড়ুন—নোবেলজয়ী সাত পরিবার।