পানির রং কী

পানি সব আলো সমানভাবে প্রতিসরণ করতে পারে নাছবি: সংগৃহীত

পানির রং কী? এ প্রশ্নের শুনে হয়তো অনেকে হাসবেন। বলবেন, এতো পানির মতো সহজ। পানির কোনো রং নেই। কিন্তু কথাটা পুরোপুরি ঠিক না। পানি স্বচ্ছ তরল পদার্থ, তাতে কোনো ভুল নেই। কিন্তু সব স্বচ্ছ জিনিসের মতো পানি সবটুকু আলো সমানভাবে প্রতিসরণ করতে পারে না।

কোনো বস্তুর ওপর আলো পড়লে তিনটি ঘটনা ঘটে। এক, বস্তু কিছুটা আলো শোষণ করে। দুই, কিছুটা বস্তুর মধ্যে দিয়ে অতিবাহিত হয়। একে প্রতিসরণ বলে। তিন, কিছুটা আলো যে দিক থেকে এসেছে, সে দিকেই ফিরে যায়। ফলে বস্তুর সঙ্গে ধাক্কা খায়। একে বলে প্রতিফলন। আলোর প্রতিফলনের কারণে আমরা বস্তুকে দেখতে পাই। আসলে বস্তুর রং দেখি। পৃথিবীর কোনো বস্তুই সব তরঙ্গদৈর্ঘ্যের শতভাগ আলো শোষণ, প্রতিফলন বা প্রতিসরণ করতে পারে না। কিছুটা শোষণ করে, কিছুটা প্রতিফলন করে। আবার কিছুটা প্রতিসরণও করে।

যে বস্তু যতো বেশি আলো প্রতিসরণ করে সেই বস্তু ততটা স্বচ্ছ দেখায়। পানি স্বচ্ছ দেখানোর কারণ, পানিতে বেশিরভাগ আলো প্রতিসরিত হয়। তবে বিশুদ্ধ পানিতে সাদা আলো পড়লে বিশেষ কোণ থেকে পানি আবছা নীল রঙের দেখায়। কারণ পানি নীল রঙের আলো কম বিচ্যুত করে। নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম থাকে। ফলে আলোর রং পরিবর্তন হয় না বললেই চলে। পানির নানা বৈশিষ্ট্যের মধ্যে এটিও একটি।

সাদা আলো পড়লে আবছা নীল দেখায়
ছবি: সংগৃহীত

হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি পানির অণু অনেকটা ভি আকৃতির। এ ধরনের অণু হালকা শক্তির আলোক বর্ণালী শোষণ করতে পারে। আর হালকা শক্তি মানেই কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো। বেশি শক্তির আলো পানির কণার সঙ্গে খুব বেশি মিথস্ক্রিয়ায় জড়ায় না। ফলে নীল আলো তুলনামূলক কম বিচ্যুত হয়। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর চেয়ে কম। তাই পানিতে সাদা আলো পড়লে আবছা নীল দেখায়।

লেখক: শিক্ষার্থী, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: সায়েন্স ফোকাস