ফিজিকস অলিম্পয়াডে নিবন্ধন করো

শেষের পথে ফিজিকস অলিম্পিয়াড ২০২১-এর নিবন্ধন প্রক্রিয়া। তাই যারা অংশগ্রহণ করতে চাও তারা দ্রুত www.bdpho.org এ গিয়ে নিবন্ধন করো। নিবন্ধন শেষ হলে শিগগির জেলাভিত্তিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের ফিজিকস অলিম্পিয়াড:
ক্যাটাগরি এ: ৬ষ্ঠ-৭ম শ্রেণি
ক্যাটাগরি বি: ৮ম- ৯ম শ্রেণি
ক্যাটাগরি সি: ১০ম-একাদশ এবং শুধু আগের বছর আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিজয়ী যারা দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

নিবন্ধনের ক্ষেত্রে ২০২১ সালের শ্রেণি ব্যাবহার করতে হবে। যারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা একাদশ শ্রেণি ব্যাবহার করে নিবন্ধন করতে পারবে।

অনলাইন অলিম্পিয়াড শুরুর আগে প্রত্যেক প্রতিযোগীকে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের পক্ষ থেকে এসএমএস এর মাধ্যমে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

বাছাই পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে জেলাভিত্তিক বাছাই পরীক্ষা হবে। জেলাভিত্তিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক পর্বের বিজিয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব (জাতীয় পর্ব অনলাইনে আয়োজন করা হবে)।

জাতীয় পর্যায় থেকে বিজয়ীদের ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা (বয়স এবং APhO ও IPhO নিয়ম অনুযায়ী যোগ্যতা সাপেক্ষে) সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। এ বছর সর্বোচ্চ ৮ জন প্রতিযোগীকে তাইওয়ানে অনুষ্ঠিতব্য ২১তম এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে এবং ৫ জনকে লিথুনিয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে।