বিজ্ঞান রম্য
আপেল
নিউটন আপেলগাছের নিচে বসে ছিলেন। হঠাৎ একটা আপেল এসে মাটিতে পড়ল। নিউটন ভাবলেন, আপেল কেন মাটিতে পড়ল...
এক সুন্দরী তরুণীর প্রেমে পড়ে গেল এক ডাক্তার ও এক বিজ্ঞানী। ডাক্তার তরুণ হলেও পসার ভালো, ইনকামও ভালো। প্রায় প্রতিদিন তরুণীকে দামি সব গিফট দেয়। তরুণ বিজ্ঞানী যা ইনকাম করে, তার সবটাই ঢেলে দেয় বিজ্ঞান গবেষণায়, তারপর তার হাতে আর কিছু থাকে না। এরপরও সে প্রতিদিন তরুণীকে একটা করে টুকটুকে লাল আপেল গিফট করে। তো, ডাক্তারের সন্দেহ হলো। প্রতিদিন একটা করে লাল আপেল দেয়, রহস্যটা কী? সে একদিন ডাক্তারকে চেপে ধরল (তারা অবশ্য দুজন দুজনকে চেনে)।
—এই তোমার সমস্যা কী, প্রতিদিন ওকে আপেল গিফট করো কেন?
বিজ্ঞানী উদাস হয়ে উত্তর দিল, ‘কেন জানো না, “অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে!”’
একই গল্প আবার শোনা যাক। এটা আরেকটা স্কুল। এই স্কুলেও স্যার নিউটনের সেই একই গল্প শোনাচ্ছেন বিজ্ঞান স্যার।
বিজ্ঞানের নানা ঘটনায় আপেল ফলটি কিন্তু আছেই। সেই যে স্যার আইজ্যাক নিউটনের তিন বিখ্যাত সূত্র আবিষ্কারের নেপথ্যে তো আছে সেই একই আপেল। এই ঘটনাটাই একদিন এক বিজ্ঞান স্যার তার ক্লাসে ছাত্রদের বলছিলেন। নিউটন আপেলগাছের নিচে বসে ছিলেন। হঠাৎ একটা আপেল এসে মাটিতে পড়ল। নিউটন ভাবলেন, আপেল কেন মাটিতে পড়ল...তারপর তো ইতিহাস। আবিষ্কৃত হলো তাঁর তিন বিখ্যাত সূত্র। গল্প বলা শেষ হলে বিজ্ঞান স্যার ছাত্রদের উদ্দেশে বললেন,
—ছাত্ররা, তাহলে এই গল্প থেকে আমরা কী শিখলাম?
—স্যার, ক্লাসে বসে না থেকে সবাইকে আপেলগাছের নিচে বসে থাকতে হবে। বলে সব হুড়মুড় করে ক্লাস থেকে বেরিয়ে গেল। কারণ, ওই স্কুলের পেছনে একটা আপেলগাছ আছে যে!
একই গল্প আবার শোনা যাক। এটা আরেকটা স্কুল। এই স্কুলেও স্যার নিউটনের সেই একই গল্প শোনাচ্ছেন বিজ্ঞান স্যার। গল্প শেষ হওয়ার পর স্যার বললেন,
—ছাত্ররা, এবার বল তো আপেলটি কেন গাছ থেকে মাটিতে পড়ল?
ছাত্ররা এবার সমস্বরে উত্তর দিল, ‘স্যার, ওপরে যে আপেল খাওয়ার লোক নেই।’
বিজ্ঞানের নানা ঘটনায় আপেল ফলটি কিন্তু আছেই। সেই যে স্যার আইজ্যাক নিউটনের তিন বিখ্যাত সূত্র আবিষ্কারের নেপথ্যে তো আছে সেই একই আপেল। এই ঘটনাটাই একদিন এক বিজ্ঞান স্যার তার ক্লাসে ছাত্রদের বলছিলেন।
আপেল নিয়ে শেষ একটা গল্প না বললেই নয়। দুই বাচ্চা গল্প করছে, এই যুগের বাচ্চা বলেই তাদের গল্পের বিষয় অ্যাপল কম্পিউটার।
—আচ্ছা অ্যাপল কম্পিউটারের লোগোতে একটা আপেল আছে না?
—আছে তো।
—বল তো ওই লোগোর আপেলটার এক কোনায় খাওয়া কেন?
—এ তো জানি...সোজা।
—কী, বল না?
—আপেলের ওই কোনাটায় পোকা খাওয়া ছিল, তাই কামড়ে বাদ দিয়েছে।
—কে বাদ দিয়েছে?
—কে আবার, স্টিভ জবস।