ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশন!

কার্টুনিস্ট, রম্য লেখক ও উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব। গুণী এই মানুষটি শুরু থেকেই আছেন বিজ্ঞানচিন্তার সঙ্গে। নিয়মিত লিখছেন বিজ্ঞান রম্য। আজ তাঁর জন্মদিন। আজকের দিনে চলুন, তাঁর একটি দারুণ রম্য পড়ে নেওয়া যাক।

Kazi Akash

এক লোক ঘুমাতে পারে না। রাতে বিছানায় শোবার পরই মনে হয়, তার বিছানার নিচে কেউ একজন ঘাপটি মেরে আছে! একটু পরই বের হয়ে এসে তার গলা টিপে মারবে। সে বেশ কয়েকজন বড় সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, তাদের চিকিত্সা নিয়েও দেখেছে; কোনো কাজ হয় না।

শেষ পর্যন্ত সে গেল তার এক বিজ্ঞানী বন্ধুর কাছে। সমস্যাটা খুলে বলল। বিজ্ঞানী বন্ধু গালে হাত দিয়ে ভাবল কিছুক্ষণ, তারপর বলল—

—তার মানে তোর খাটের নিচের শূন্যতায় তুই ভাবছিস, কেউ ঘাপটি মেরে আছে, যে একসময় বের হয়ে এসে তোকে গলা টিপে মারবে?

—ঠিক তাই।

—হুম...আসলে শূন্যস্থান বলতে কিছু নেই। যেকোনো শূন্যস্থানে ১ সেকেন্ডের বিলিয়ন ভাগ সময়ের মধ্যে পদার্থ ও প্রতিপদার্থ তৈরি হয়ে আবার বিলীন হয়ে যাচ্ছে।

—বুঝলাম না।

—তোকে আরও সহজ করে বোঝাই। ধর একটা শূন্য সাদা খাতা। তার প্রতি পাতায় সমানসংখ্যক + (প্লাস) আর - (মাইনাস) সাইন। এখন কাটাকুটি করলে সেই শূন্যই থাকে। তার মানে সাদা খাতা থাকাও যা, খাতায় সমানসংখ্যক + আর - থাকাও তা–ই। তার মানে বুঝছিস তো? শূন্যস্থান শূন্য মনে হলেও আসলে সেটা সমানসংখ্যক কল্পিত কণিকা ও প্রতিকণিকা দিয়ে ভর্তি, যাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ভার্চ্যুয়াল পার্টিকেল’। আসলে কোয়ান্টাম মেকানিকস অনুযায়ী কোনো স্থানই প্রকৃতপক্ষে শূন্য না, তোর খাটের নিচেও না। সেখানে সমানসংখ্যক কল্পিত কণা আর প্রতিকণার জোড়া দিয়ে ভর্তি। এসব কল্পিত কণার মধ্যে ফ্ল্যাকচুয়েশনের কারণে মুহূর্তে কণা–প্রতিকণা তৈরি হয়ে আবার শূন্যতায় বিলীন হয়ে যাচ্ছে মাত্র টেন টু দ্য পাওয়ার মাইনাস ২১ সেকেন্ডে...এটাকে বলে ‘ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশন’। ক্লিয়ার?

—কিন্তু খাটের নিচের ওই লোকটা...বিজ্ঞানী এবার একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বন্ধুকে একটা করাত গিফট করল। বলল, ‘এটা নিয়ে বাসায় যা, কী করতে হবে আমি তোকে একটু পর মেসেজ করে দিবনে।’

লোকটা এখন ভালো আছে। তার সেই খাটের নিচের শূন্যতা থেকে কেউ বের হয়ে এসে তার গলা টিপে ধরবে, এই ভয় চলে গেছে। সে তার বিজ্ঞানী বন্ধুর দেওয়া সেই করাত দিয়ে খাটের চার পা–ই কেটে ফেলে দিয়েছে। তার খাটের নিচে এখন আর ভ্যাকুয়াম ফ্ল্যাকচুয়েশন হয় না।

লেখক: কার্টুনিস্ট, সম্পাদক, উন্মাদ