প্রসঙ্গ এলিয়েন

আমাকে ১০ টাকার তেল দিন। ম্যানেজার অবাক হলেন। অবাকের ১ নম্বর বিষয় হলো, তিনি আগে কখনো এলিয়েন দেখেননি; ২ নম্বর বিষয় হচ্ছে, মাত্র ১০ টাকার তেল নিয়ে এই অদ্ভুতদর্শন লোক কী করবেন!

পেট্রলের দাম বাড়তি। তাই পেট্রলপাম্পে বিরাট হাউকাউ লেগেছে। লাইন ধরে তেলের অপেক্ষায় দাঁড়ানো শত শত গাড়ির চালকেরা নেমে এসে পাম্পের ম্যানেজারের সঙ্গে চিত্কার–চেঁচামেচি করছেন। তবে কেউ খেয়াল করেননি, সেই গাড়ির লাইনে ভিনগ্রহের একটি ইউএফও দাঁড়িয়ে আছে। তারও তেল লাগবে। হাউকাউয়ের একপর্যায়ে সেই ইউএফও থেকে একজন এলিয়েন নেমে এল। ম্যানেজারের সামনে এসে বলল,

আমাকে ১০ টাকার তেল দিন। ম্যানেজার অবাক হলেন। অবাকের ১ নম্বর বিষয় হলো, তিনি আগে কখনো এলিয়েন দেখেননি; ২ নম্বর বিষয় হচ্ছে, মাত্র ১০ টাকার তেল নিয়ে এই অদ্ভুতদর্শন লোক কী করবেন! পাম্পের অবাক ম্যানেজার বলেই ফেললেন,

আপনি ১০ টাকার তেল নিয়ে কী করবেন?

আমার স্পেসশিপের গায়ে ছিটিয়ে দেব।

কেন?

তারপর আগুন ধরিয়ে দেব। আপনাদের এখানে আসাই আমার ভুল হয়েছে। ক্রুদ্ধ এলিয়েনের উত্তর!

আরেক এলিয়েন, সে–ও পৃথিবী ছেড়ে পালাচ্ছে। হঠাৎ দেখে, তার পাশ দিয়ে পৃথিবীর একটি রকেট ছুটে চলেছে। এলিয়েন ভাবল, তার স্পেসশিপের সঙ্গে পাল্লা দিচ্ছে। সে বিরক্ত হয়ে স্পিড বাড়িয়ে আরও এগিয়ে গেল। দেখে, পৃথিবীর রকেটও ফের তার পাশে চলেছে। বিরক্ত এলিয়েন মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল,

হেহ্ আমার সঙ্গে পাল্লা দিচ্ছ নাকি? একটু পরেই আমি ওয়ার্মহোলে হাইপার-ডাইভ দেব, তখন আমাকে খুঁজেও পাবে না।

পাল্লা দিচ্ছি না।

তাহলে আমার পাশে পাশে ছুটছ কেন?

আসলে এটা ইলন মাস্কের তৈরি একটি এক্সপেরিমেন্টাল রকেট। কিন্তু এর ব্রেক সম্পর্কে আমাকে কিছু বলা হয়নি। আপনার কোনো ধারণা আছে? উত্তর না দিয়ে স্পেসশিপটা হাইপার ডাইভ দিয়ে অদৃশ্য হয়ে গেল মহাশূন্যে!

দান দান তিন দান। আবার প্রসঙ্গ এলিয়েন। দুই বন্ধু কথা বলছে—

আচ্ছা তুই কি মনে করিস এলিয়েন সত্যিই আছে?

অবশ্যই আছে, শত শত হাজার হাজার কোটি কোটি এলিয়েন আছে।

কোথায়?

কেন এই পৃথিবীতে আমরাই তো সব এলিয়েন...অন্য গ্রহের প্রাণীদের কাছে। বিচক্ষণ বন্ধুর উত্তর।

লেখক: কার্টুনিস্ট; সম্পাদক, উন্মাদ