পরীক্ষার্থী!

করোনা ভ্যাকেশনের বহুদিন পর স্কুল খুলেছে। পরীক্ষাও শুরু হয়ে গেছে। আজ বিজ্ঞান পরীক্ষায় এক ছাত্র পরীক্ষা দিচ্ছিল, হঠাৎ চিন্তিত মুখে উঠে দাঁড়াল।

—ম্যাডাম?

—বলো।

—আমাকে জরুরি একটা ফোন করতে হবে।

—খুবই জরুরি?

—জি, ম্যাডাম।

—বেশ নাও, আমার মোবাইলটা নিয়ে বাইরে যাও, কথা বলে আসো। ফোন নম্বর মনে আছে?

—জি আছে।

ম্যাডাম ভাবলেন, হয়তো বাসায় মা–বাবার কাছে কোনো জরুরি ফোন করতে হবে, তাই ফোন দেওয়া। কিন্তু একটু পরই পরীক্ষার্থী ফিরে এল । ‘ফোনে পাওনি?’ মাথা নাড়ল পরীক্ষার্থী।

—ফোন এনগেজড

—কাকে ফোন করেছিলে?

—আইজ্যাক নিউটনকে, একটা প্রশ্ন নিয়ে একটু কনফিউজড; তাই ভাবলাম ওনাকে ফোন দিই। কিন্তু ওনার লাইন এনগেজড পেলাম।

—মানে? ভ্রু কুঁচকে গেল ম্যাডামের। ‘তার ফোন নম্বর তোমার কাছে আছে?’

—আছে ...১৬৪৩-১৭২৭

দুই দিন পর ইতিহাস পরীক্ষা। সেই পরীক্ষার্থীই...পরীক্ষার খাতায় লিখতে লিখতে আবার চিন্তিত মুখে উঠে দাঁড়াল। সেই একই ম্যাডাম গার্ড দিচ্ছিলেন।

—কী হলো, এবার নিশ্চয়ই সম্রাট বাবরকে ফোন করতে হবে, তা–ই না? হাসি চেপে কোনোমতে বললেন ম্যাডাম।

—না, আইজ্যাক নিউটনকেই।

—ইতিহাস পরীক্ষায় তাঁকে কেন ফোন করতে হবে?

—বাবরের মোগল যুগে সোমনাথ মন্দিরের গোড়াপত্তন নিয়ে প্রশ্নটার উত্তর দিয়েছি, কিন্তু প্রায় কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত মানমন্দিরের কথাটা উল্লেখ করব কি না...সেটা জানতে নিউটনকে ফোন করতে চাচ্ছিলাম।

—না, এবারও নিউটনের (১৬৪৩-১৭২৭) নম্বর এনগেজড। তিনি ফোন ধরলেন না।

লেখক: কার্টুনিস্ট, সম্পাদক, উন্মাদ