ব্রেকআপ!

যখনকার গল্প বলছি, তখন প্রত্যেকের ‘নিজস্ব চ্যাটজিপিটি’ আছে। তারা নানা ফর্মে ঘরের ভেতর ঘুরে বেড়ায়। যেন সে একটা ঘরের পোষা বিড়াল বা কুকুর। অনেকে আবার আস্ত একটা মানুষের মতো রাখে, চট করে বোঝার উপায় নেই যে সে একটা রোবট...তার ‘নিজস্ব চ্যাটজিপিটি’। ঘরের কাজকর্ম থেকে শুরু করে সবকিছু তারা দেখভাল করে, তার চিন্তাচেতনার এক চূড়ান্ত অভিভাবক যেন।

রলিনের কথাই ধরা যাক। তার ‘নিজস্ব চ্যাটজিপিটি’ ঠিক তার মতো এক তরুণ। অবসরে সমকালীন সাহিত্য নিয়ে পড়াশোনা করে। মাঝেমধ্যে রলিনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে। তখন রলিন ধমক দেয়। সমকালীন কেন, কোনো কালীন সাহিত্যেই তার আগ্রহ নেই।

আজকের ব্যাপারটাই ধরা যাক। রাতে ঘুমানোর সময় সে তার ‘নিজস্ব চ্যাটজিপিটি’কে বলে দিয়েছে, সকালে কেউ যেন বিরক্ত না করে। সে লম্বা সময় নিয়ে ঘুমাবে।

—বিশেষ কেউ যদি ফোন করে?

—তুমি সামলাবে।

—বেশ। কিন্তু তোমার এত লম্বা সময় নিয়ে ঘুমানো ঠিক হচ্ছে না। তোমার শরীরের যে অবস্থা, অতিরিক্ত ঘুম কার্ডিয়াক মাসলের জন্য ক্ষতিকারক হতে পারে।

—প্লিজ, জ্ঞান দিতে নিষেধ করছি তোমাকে।

—বেশ।

পরদিন ঠিক বেলা একটার সময় রলিনের ঘুম ভাঙল। হাত–মুখ ধুয়ে টেবিলে বসল নাশতা করতে। যদিও নাশতার সময় নেই। এটাকে লাঞ্চ টাইম বলা যায়। সেভাবেই টেবিল রেডি করে রেখেছে তার ‘নিজস্ব চ্যাটজিপিটি’।

—কোনো খবর আছে? রলিন ভ্রু নাচায়।

—আছে।

—কী খবর?

—তুমি যখন ঘুমাচ্ছিলে, তখন তোমার ফিয়ঁসে ফোন করেছিল।

—তাই নাকি? আমাকে ডাকলে না কেন?

—তুমি তো বলেছ তোমাকে বিরক্ত না করতে; আমাকে ম্যানেজ করতে।

—ওহ্‌ তা–ই তো! তুমি ম্যানেজ করেছ?

—হ্যাঁ, আমি ‘তুমি’ হিসেবে তার সঙ্গে কথা বলেছি শেষ পর্যন্ত, তাকে বুঝতে দিইনি আমি আসলে তুমি না।

—গুড।

—ইয়ে...তবে শেষ রক্ষা হয়নি।

—মানে? কী বলতে চাচ্ছ?

—তোমার ফিয়ঁসে ব্রেকআপ করেছে আমার সঙ্গে, মানে তোমার সঙ্গে...

—কী বলছ এসব? সে ব্রেকআপ করেছে মানে??

—আমি রলিন হিসেবে চেষ্টা করেছি...যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি তো জানো, আমার লজিক যেকোনো মানুষের চেয়ে ৩৭ দশমিক ৮ গুণ বেশি।

—স্টপ। চেঁচিয়ে উঠল রলিন, ‘ও ফোন করেছিল কখন?’

—সকাল ৯টা ১২ মিনিট ৩৬ সেকেন্ডে।

সঙ্গে সঙ্গে রলিন ফোন দিল মিসিকে। মিসি তার ফিয়ঁসে।

—হ্যালো মিসি, তুমি কি আজ ৯টার দিকে আমাকে ফোন করেছিলে?

—না তো।

—তাহলে ফোন করোনি?

—না, ও তোমাকে বলা হয়নি। আমি নতুন একটা ‘নিজস্ব চ্যাটজিপিটি’ নিয়েছি। নতুন কোম্পানি। ফিমেল ভার্সন। সে ফোন করে থাকতে পারে। ওকে বলেছি আমার সবকিছু বুঝে নিতে। হয়তো...