দ্য সিস্টেম

অলংকরণ: তনি সুভংকর

‘তেমন কোনো গবেষণা না,’ সুইভেল চেয়ারে বসে গোরম্যান বললেন। ‘অর্গানাইজড রিসার্চ।’

কস্ট-টাইম অ্যানালিস্ট হোপলার ঘাড় দুলিয়ে কথার সমর্থন জানালেন।

‘অর্গানাইজড,’ গোরম্যান বলে চললেন, ‘আর সতর্ক নিয়ন্ত্রক’—এই হলো মূল কথা। সিস্টেম-এর ফলে ভালো ফল পাওয়া যায়। বিজ্ঞানীদের নিজেদের মতো কাজ করতে দিয়ে আপনাকে বোবা, কালা ও কানা বানিয়ে দিয়ে প্রজাপতির বংশবৃদ্ধি অথবা সাব-অ্যাটোমিক পার্টিকল নিয়ে গবেষণার ওপর রিসার্চ বর্ণনা দিয়ে বুঝিয়ে দেবে। যত্তসব।’

ভিজিটর চেয়ারে বসে হোপলার মিনমিন করে বললেন, ‘আমি আজকের বিষয়টা এই সমস্যার সঙ্গে...’

‘আপনার অ্যানালাইসিসে আপনি ঢুকে পড়েন।’ গোরম্যান তার টেবিলের ওপরে রাখা ফাইলগুলো দেখিয়ে বললেন, ‘না, আপনি হয়তো কোনো কিছু ভেবে আসেননি। আপনি শুধু অঙ্ক কষে এসেছেন, তাই না? নাম, মানুষ, ধারণা...আপনার কাজের ভেতর ঢোকেনি।’

অন্যদিকে কাঁধ ঝাঁকিয়ে হোপলার বললেন, ‘আমার কাজ হলো ইকোনোমিক অ্যানালাইসিস নিয়ে। পার্সোনাল কোনো বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া সিস্টেমের কাজ নয়...।’

‘অবশ্যই নয়।’

‘তাহলে তো পুরোটাই মিটে গেল, আমার এখানে আসার উদ্দেশ্য হলো...মানে, ব্যুরোতে একটা গুজব বেশ তোলপাড় করছে।’

‘প্রতিকারের বিষয়ে? ওরা সঠিক। প্রতিকার হতে শুরু করেছে। আমি অবশ্য বিশদভাবে জানি না।’ গোরম্যান বললেন, একটা হাত নেড়ে আবার বসলেন, ‘রিপ্রেসিভ মলিকিউলের যথার্থ প্রয়োগ নিয়ে। ক্যানসার সেল ওগুলোকে দমিয়ে দেয়। আমাদের বায়োকেমিস্টদের প্রচেষ্টায় রিপ্রেসর মলিকিউলের সঙ্গে ক্যানসার সেল যুক্ত করার প্রযুক্তি বের করতে পেরেছে। এর ফলে ক্যানসার সেল আর বৃদ্ধি পায় না। ক্যানসার নিয়ন্ত্রণে আনা যায়। রোগীরাও সুস্থ হয়ে ওঠে। তখন...আমরা সাফল্যের সঙ্গে এর প্রয়োগ করতে পারি।’

‘এটা...এটা তো একেবারে অলৌকিক ব্যাপার।’

ভ্রু কোঁচকাল গোরম্যান, ‘এর মধ্যে অলৌকিক কী খুঁজে পেলেন? বুঝি না, মানুষ কেন ভালো কাজকে অলৌকিক বলে দাবি করে? আপনি কেন ক্যানসারকে কালো এবং অলৌকিক বলছেন না?’

হোপলার হাত নাড়াল কিন্তু কিছুই বললেন না।

‘ঠিক আছে,’ গোরম্যান কথা কেড়ে নিয়ে আবার বললেন, ‘এটা আপনার অ্যানালাইসিস, সারা দেশে পুরো জনগণের ওপর ওটা কত সহজে প্রতিকারের কাজ করছে, তা বোঝানো আছে। খুব খরুচে নয়। এর জন্য যে প্রশিক্ষণ পাওয়া লোকদের প্রয়োজন তা-ও কিন্তু নয়।’

‘আমি বিশ্বাস করি, সারা বিশ্বে ক্যানসার প্রতিকারের কাজ শুরু করে দেওয়া উচিত।’ হোপলার শেষ পর্যন্ত বললেন।

‘সেটা সম্ভব নয়।’

‘মানে? বুঝলাম না। আমার অ্যানালাইসিস...’

আপনার অ্যানালাইসিস তো অন্যতম। সিস্টেম সবকিছু বিচার-বিবেচনা করে দেখবে। এভাবেই আমরা হার্ট ডিজিজ, স্ট্রোক, এমনকি হাইওয়েতে দুর্ঘটনাজনিত মৃত্যু ঠেকাতে পেরেছি।’

‘আর এখন ক্যানসার।’

‘না। ক্যানসার নয়। ক্যানসার যেমন ছিল তেমনি থাকবে। ডেমোগ্রাফিক অ্যানালাইসিস রোগ প্রতিকারের সব ভাবনা-চিন্তা বন্ধ করে দিচ্ছে। প্রাণঘাতী আর কোনো রোগ আশপাশে নেই। ক্যানসার প্রতিরোধ করার পরই পৃথিবীতে দুর্যোগ নেমে আসবে। মানুষের ভিড়ে দাঁড়ানোর জায়গা থাকবে না। তাই প্রতিকার করা যাবে না।’

হোপলার সব শুনে স্তম্ভিত হয়ে গেল। একটা কথা মুখ দিয়ে বের হলো না। তারপর বলল, ‘কিন্তু...আমি এর প্রতিকার চাই।’

গোরম্যান মাথা নাড়ল, ‘আমিও চাই। সিস্টেম বাধা দিচ্ছে।’

*লেখাটি বিজ্ঞানচিন্তার মে ২০১৮ সংখ্যায় প্রকাশিত হয়