বিগ ব্যাং তত্ত্ব কী

প্রশ্ন: বিগ ব্যাং তত্ত্ব কী?

মো: আফিফ হাসান, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

উত্তর: বিগ ব্যাং তত্ত্ব হলো মহাবিশ্ব সৃষ্টির রহস্য উদ্‌ঘাটনের তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে ১ হাজার ৩৮০ কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। তারপর মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুতবেগে প্রসারিত হয়েছে এবং ক্রমেই ঠান্ডা হতে হতে বিভিন্ন কণার মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে ধীরে ধীরে তৈরি হয়েছে বিভিন্ন পদার্থ। ক্রমে উপগ্রহ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছু তৈরি হয়েছে। এর সপক্ষে প্রমাণ হলো, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং মহাবিশ্বের প্রমাণিত প্রসারণ। বিগ ব্যাংয়ের সময় থেকে শুরু হয়েছে সময়ের ধারণা। তাই এর আগে কী ছিল, সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন।

উত্তর দিয়েছেন: প্রদীপ দেব, শিক্ষক ও গবেষক, আরএমআইটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত