প্রশ্ন: এলিয়েন বলে কি বাস্তবে কিছু রয়েছে?
সিহাব, ঠিকানাবিহীন
প্রশ্ন: মহাবিশ্বে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে মার্কিন ও অন্য দেশের বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান থেকে নানা মতামত প্রদান করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে কতটা সত্যতা পাওয়া গেছে?
মো. সাজ্জাদ হোসেন, বাগমনিরাম আব্দুর রশিদ সি কে বালক উচ্চবিদ্যালয়
উত্তর: মহাবিশ্বে এত বিশাল (অসীমই বলা যায়) যে সেখানে বুদ্ধিমান প্রাণী (বা এলিয়েন) থাকার সম্ভাবনা অনেক কিন্তু মহাবিশ্ব এত বিশাল যে তাদের সঙ্গে যোগাযোগ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। বিতর্কটা এই নিয়ে যে এলিয়েনরা পৃথিবীতে এসেছে বা এসেছিল কি না। যুক্তরাষ্ট্রের সব গবেষণাপ্রতিষ্ঠানই বলছে যে এ নিয়ে আমাদের কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। বৈমানিকেরা যেসব ভিডিও করেছেন, সেগুলোর অনেক পার্থিব ব্যাখ্যা আছে।
আমাদের কাছাকাছি কোনো তারার সৌরজগতে এলিয়েন সভ্যতা বিকাশের সুযোগ নেই, কাজেই তাদের আসতে হবে বহু হাজার আলোকবর্ষ দূর থেকে। আগে মনে করা হতো, আমাদের গ্যালাক্সিতেই এ রকম কয়েক হাজার এলিয়েন সভ্যতা পাওয়া যাবে, কিন্তু গত ৫০ বছরের পুঙ্খানুপুঙ্খভাবে আকাশ পর্যবেক্ষণ কোনো এলিয়েন সংকেতের সন্ধান পায়নি। এখন মনে করা হচ্ছে, আমাদের গ্যালাক্সিতে খুব বেশি হলে গোটা কয়েক উন্নত সভ্যতা আছে এবং নিকটবর্তী সভ্যতা ২০ হাজার কি ৩০ হাজার আলোকবর্ষ দূরে থাকতে পারে। সেখান থেকে আসতে যে প্রকৌশল ব্যবহার করতে হবে, তা আমরা চিন্তাই করতে পারি না। সেই উন্নত সভ্যতার এলিয়েনরা, এতটা পথ পাড়ি দিয়ে, এত শক্তি খরচ করে, এখানে এসে আমাদের বৈমানিকদের সঙ্গে ‘কানামাছি’ খেলবেন, এটা আমার জন্য বিশ্বাসযোগ্য নয়। এলিয়েনদের জীবনের দর্শন ভিন্ন হতে পারে কিন্তু তারা যদি এখানে এসেই থাকত, তারা পৃথিবীর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করত। আমার মতে, আমাদের গ্যালাক্সিতে কোনো উন্নত সভ্যতা না থাকলেও অন্য গ্যালাক্সিতে হয়তো আছে কিন্তু তাদের সন্ধান পাওয়া আরও দুরূহ একটা ব্যাপার।
উত্তর দিয়েছেন: দীপেন ভট্টাচার্য, অধ্যাপক, মোরেনো ভ্যালি কলেজ, যুক্তরাষ্ট্র
