বছরজুড়ে মহাকাশবিজ্ঞান, কতটা জানেন?

২০২৩ সালে মহাকাশ পর্যবেক্ষণ, গবেষণা ও অভিযানে দারুণ অগ্রগতি এসেছে। মানুষ এখন আগের চেয়ে আরও ভালোভাবে মহাকাশ পর্যবেক্ষণ করতে পারছে। আমরা দেখছি মহাবিশ্বের সুপ্রাচীন অতীত। অনেক রহস্যের সমাধান যেমন মিলেছে, তেমনি জমাট বেঁধেছে নতুন রহস্য। বিজ্ঞানচিন্তার মাধ্যমে বাঙালি পাঠক সারা বছর এরকম অনেক ঘটনার কথাই জেনেছেন। কিন্তু আপনি এর কতটা জানেন?

নিজের জ্ঞান যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় হলো কোনো পরীক্ষায় অংশ নেওয়া। আপনার জানার পরিধি পরীক্ষার জন্যই বিজ্ঞানচিন্তার এই কুইজ আয়োজন। আপনি কতটা জানেন, তা যাচাই করে দেখুন নিজেই।