আলোর কণা ভ্রমণ করার সময় শক্তি হারায় না কেন?

প্রশ্ন :

আলোর কণা কোটি কোটি বছর ধরে ভ্রমণ করার সময় এটি শক্তি হারায় না কেন?

আলোর কণার অদ্ভুত কিছু গুণ আছে। আলোকতরঙ্গ মহাশূন্যে বিনা বাধায় কোটি কোটি মাইল চললেও এটি শক্তি হারায় না। কারণ, আলোর শক্তি তার তরঙ্গদৈর্ঘ্যের স্বাভাবিক গুণের সঙ্গে সম্পর্কিত। আলোর শক্তি তার কম্পন ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত। সে জন্যই যদি কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটে, তাহলে আলোর কিছু শক্তি কমতে পারে। বলা যায়, মহাশূন্যে স্পেস টাইমের সম্প্রসারণের কারণে আলোকতরঙ্গের দৈর্ঘ্য বেড়ে গেলে ফোটন কিছু শক্তি হারায়।

প্রশ্ন করেছেন নিজামপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. দিল দায়হান