২০২২ সালকে ফিরে দেখতে বছরের আলোচিত সেরকম কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটোফিচার। ছবিগুলো বাছাই করা হয়েছে নাসা, বিবিসি সায়েন্স ফোকাস, লাইভ সায়েন্স এবং সিএনএন অবলম্বনে।
বেশ কটি কারণে বিজ্ঞানের জন্য ২০২২ সাল গুরুত্বপূর্ণ। স্মরণীয়ও বটে। বিশেষ করে মহাকাশ গবেষণায় এ বছর কিছু মাইলফলক পেরিয়েছে মানুষ। এর মধ্যে রয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ, ডার্ট মিশন, আর্টেমিস প্রোগ্রামসহ আরও কিছু বর্ণিল ঘটনা।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের নতুন দিগন্ত খুলে দিয়েছে। একের পর এক ছবি তুলে পাঠিয়ে হৈচৈ ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ২০২২ সালেই প্রথমবারের মতো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের ছবি তোলা সম্ভব হয়েছে। ডার্ট মিশনের মাধ্যমে গ্রহাণু গবেষণায় খুলে গিয়েছে নতুন দিগন্ত। আবার ওই বছরেই প্রত্নতত্ত্ব গবেষণায় গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার হয়েছে। খুঁজে পাওয়া গেছে ৩০ হাজার বছরের পুরোনো ছোট্ট এক ম্যামথ ছানা। সারা বছর এ বিষয়গুলোই ছিল বিজ্ঞান জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
২০২২ সালকে ফিরে দেখতে বছরের আলোচিত সেরকম ১০টি ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটোফিচার। ছবিগুলো বাছাই করা হয়েছে নাসা, বিবিসি সায়েন্স ফোকাস, লাইভ সায়েন্স এবং সিএনএন অবলম্বনে।
লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা