বিজ্ঞানের সেরা ১০ ছবি

২০২২ সালকে ফিরে দেখতে বছরের আলোচিত সেরকম কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটোফিচার। ছবিগুলো বাছাই করা হয়েছে নাসা, বিবিসি সায়েন্স ফোকাস, লাইভ সায়েন্স এবং সিএনএন অবলম্বনে।

বেশ কটি কারণে বিজ্ঞানের জন্য ২০২২ সাল গুরুত্বপূর্ণ। স্মরণীয়ও বটে। বিশেষ করে মহাকাশ গবেষণায় এ বছর কিছু মাইলফলক পেরিয়েছে মানুষ। এর মধ্যে রয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ, ডার্ট মিশন, আর্টেমিস প্রোগ্রামসহ আরও কিছু বর্ণিল ঘটনা।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের নতুন দিগন্ত খুলে দিয়েছে। একের পর এক ছবি তুলে পাঠিয়ে হৈচৈ ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ২০২২ সালেই প্রথমবারের মতো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের ছবি তোলা সম্ভব হয়েছে। ডার্ট মিশনের মাধ্যমে গ্রহাণু গবেষণায় খুলে গিয়েছে নতুন দিগন্ত। আবার ওই বছরেই প্রত্নতত্ত্ব গবেষণায় গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার হয়েছে। খুঁজে পাওয়া গেছে ৩০ হাজার বছরের পুরোনো ছোট্ট এক ম্যামথ ছানা। সারা বছর এ বিষয়গুলোই ছিল বিজ্ঞান জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২০২২ সালকে ফিরে দেখতে বছরের আলোচিত সেরকম ১০টি ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটোফিচার। ছবিগুলো বাছাই করা হয়েছে নাসা, বিবিসি সায়েন্স ফোকাস, লাইভ সায়েন্স এবং সিএনএন অবলম্বনে।

বৃহস্পতির সবচেয়ে বড় চারটি চাঁদের মধ্যে একটি গ্যানিমিড। নাসার জুনো নভোযানের ক্যামেরার সাহায্যে ৪৪ হাজার মাইল দূর থেকে ছবিটি তুলেছে ২০২২ বছরের ২৫ ফেব্রুয়ারি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী জেসিকা ওয়াটকিনস। গত ৫ মে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাতটি জানালাযুক্ত কপোলারের মধ্যে থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করছেন। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যোগ দেন জেসিকা।
২০২২ সালের মে মাসে, মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের ছবিটি তোলেন জ্যোতিঃর্বিজ্ঞানীরা। সেজন্য ব্যবহার করা হয় কয়েকটি মহাদেশে ছড়িয়ে থাকা ইভেন্ট হরাইজন টেলিস্কোপ।
স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চেপে ড্রাগন নভোযানকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বয়ে নিয়ে যাওয়ার সময় তোলা ছবিটি। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ১৪ জুলাইয়ের ঘটনা।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা ছবিটি এই সর্পিল কার্টহুইল গ্যালাক্সি। পৃথিবী থেকে গ্যালাক্সিটির দূরত্ব ৫০ কোটি আলোকবর্ষ। গ্যালাক্সিটি দেখতে অনেকটা মালবাহী গাড়ির চাকার মতো।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে প্রথম যে ছবিগুলো তোলা হয়েছে এটি তার মধ্যে অন্যতম। পৃথিবী থেকে ৭ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে কারিনা নেবুলায় অবস্থিত এই নক্ষত্রমণ্ডলী।
৩০ হাজার বয়সী ম্যামথটি ২১ জুন পাওয়া যায় কানাডার ইউকনে। সোনার খনি থেকে ভূতত্ত্ববিদেরা এ দেহটি উদ্ধার করেন। তাঁদের ধারণা, কোন এককালে কাদায় আটকে পড়ে মারা গিয়েছিল ম্যামথটি।
এই ধ্বংসস্তূপকে একটি ব্যর্থ মিশনের মতো দেখাতে পারে। কিন্তু এগুলোও সাফল্যের লক্ষণ। ২০২২ সালের ১৯ এপ্রিল ছবিটি তুলেছে ইনজেনুইটি নামের মার্স হেলিকপ্টার।
এটি নাসার ডার্ট মিশনের ছবি। ডাইমরফোস নামের এক গ্রহাণুকে ঘন্টায় ২৪ হাজার কিলোমিটার বেগে ধাক্কা দিয়ে গতিপথ বদলে দেওয়া হয়েছিল। গ্রহাণুটিকে ধাক্কা দেওয়ার ১১ সেকেন্ড পরের ছবি এটি। তোলা হয়েছে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর।
আকৃতির দিক থেকে চিন্তা করলে এক মিলিমিটারের দুই-তৃতীয়াংশ খুব বড় নয়। কিন্তু জিনিসটি যদি হয় ব্যাকটেরিয়া, তাহলে অনেক লম্বা বলাই যায়। এই সায়ানোব্যাকটেরিয়ার উচ্চতাও ৬০০ মাইক্রোমিটার। ২০২২ সালের ৭ মার্চ ছবিটি যুক্তরাজ্যের গবেষকেরা তুলেছেন।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা