চেনা সূর্যের অচেনা রূপ

এখন পর্যন্ত তোলা সূর্যের সবচেয়ে বিশদ ছবি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোলার অবজারভেটরিতে বসানো হয়েছে ৪ মিটার (১৩ ফুট) বড় ড্যানিয়েল কে. ইনঅ্যাওয়ে টেলিস্কোপ। এখন পর্যন্ত তোলা সূর্যের সবচেয়ে বিশদ ছবি তুলেছে এটি।

আগামী ৫০ বছর সূর্যের ওপর নজরদারি করবে এই টেলিস্কোপটি। যুক্তরাষ্ট্রের হ্যালাকালা হাওয়াই অঞ্চলে বসানো হয়েছে এটি। সূর্যের শক্তির উৎস, জীবনকাল আর ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে গবেষণা করবে এটি।

এ ছবিটিতে সূর্যের ভেতরের কোষের কাঠামো দেখা যাচ্ছে। যার প্রতিটির আকৃতি প্রায় ৭ লাখ কিলোমিটার।

অল অ্যাবাউট স্পেস ম্যাগাজিন অবলম্বনে আলিমুজ্জামান