মঙ্গলের চাঁদ ফোবোসের সবচেয়ে স্পষ্ট ছবি

১ / ২
মাত্র ৬ হাজার ৮০০ কিলোমিটার দূর থেকে তোলা ফোবোসের সবচেয়ে স্পষ্ট ছবি

লাল গ্রহ মঙ্গল হতে পারে মানুষের ভবিষ্যতের বাসস্থান। গ্রহটির দুটি চাঁদ। ফোবোস ও ডিমোস। এই ছবিটি ফোবোসের এখন পর্যন্ত সবচেয়ে কাছ থেকে তোলা, উচ্চ রেজ্যুলুশনের সবচেয়ে স্পষ্ট ছবি। তোলা হয়েছে মাত্র ৬ হাজার ৮০০ কিলোমিটার দূর থেকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স রিকনিসেন্স অর্বিটার ২০০৮ সালের মার্চে দ্য হাই রেজ্যুলুশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (হাইরাইজ, HiRISE) ক্যামেরায় এই ছবিটি তোলে। এখানে যে রঙিন ছবিটি দেখা যাচ্ছে, তা ক্যামেরার নীল-সবুজ, লাল ও নিয়ার ইনফ্রারেড চ্যানেলের তথ্যের সমন্বিত রূপ।

২ / ২
ছবির একাংশ জুম করে দেখানো হচ্ছে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোবোসের স্টিকনি খাদ
ছবি: নাসা

ফোবোসের রঙিন যে অংশটা এখানে দেখা যাচ্ছে, তা ২১ কিলোমিটার বিস্তৃত। এর সবচেয়ে প্রকট বৈশিষ্ট্য হিসেবে ছবির নিচে, ডান কোণায় দেখা যাচ্ছে স্টিকনি খাদ (Sticney Crater)। এর ব্যাস ৯ কিলোমিটার। ফোবোসে এরচেয়ে বড় কিছু নেই। ১৮৭৭ সালে মার্কিন জ্যোতির্বিদ আসাফ হল মঙ্গলের চাঁদ দুটি আবিষ্কার করেন। তাঁর স্ত্রী স্টিকনির নামেই এই খাদটির নাম রাখা হয়েছে।