জেমসের ওয়েবের চোখে বৃহস্পতি

বৃহস্পতি গ্রহের অবিশ্বাস্য এক ছবি প্রকাশ করেছে নাসা। গত ২২ আগস্ট জেমস ওয়েবের তোলা ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে বৃহস্পতির দানবীয় ঝড়, শক্তিশালী বায়ুপ্রবাহ, আরোরা বা মেরুজ্যোতি, তাপ ও চাপের চরম অবস্থা, উপগ্রহ, বৃহস্পতির বলয়সহ নানা বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফলে আমাদের সৌরজগতের দাণবীয় এই গ্রহটি সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানতে পারবেন বিজ্ঞানীরা।

বৃহস্পতির ছবি তুলতে জেমস ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা বা এনআইআরক্যাম ব্যবহার করা হয়েছে। ০.৬ থেকে ৫ মাইক্রন তরঙ্গদৈর্ঘ্যের অবলাল আলো ধরা পড়ে এতে।

আমরা খালি চোখে ইনফ্রারেড বা অবলাল আলো দেখতে পাই না। জেমস ওয়েবের তোলা ছবিগুলো দৃশ্যমান করে তোলার জন্য বিজ্ঞানীরা তাই আবলাল আলোর তরঙ্গদৈর্ঘ্যকে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে আনুপাতিকভাবে তুলনা করেন।

দৃশ্যমান আলো মানে সাতটি আলো, এটা আমরা জানি। এর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আর নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ধরা হয়। ফিল্টারগুলোও সেরকম তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের অবলাল আলোকে লাল এবং সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের অবলাল আলোকে নীল হিসাবে দেখায়। এর মাধ্যমে জেমস ওয়েব নভোদুরবিনের বিশেষ ফিল্টারগুলো বিজ্ঞানীদের দৃশ্যমান রঙিন ছবি পেতে সাহায্য করে।

বৃহষ্পতি গ্রহের বিশদ বিবরণ ফুটিয়ে তোলার জন্য ব্যবহৃত হয়েছে নিয়ার-ইনফ্রারেডের তিনটি বিশেষ ফিল্টার। এগুলো হলো, F360M বা লাল, F212N বা হলুদ ও সবুজ, এবং F150W2 বা নীলচে সবুজ। অর্থাৎ ফিল্টার তিনটি থেকে অবলাল আলোকে এ তিন ধরনের রঙে দেখা যায়।

বৃহস্পতি গ্রহের এ ছবিটি জেমস ওয়েবের তোলা এখন পর্যন্ত মহাকাশের সবচেয়ে কাছের ছবি। এতে বৃহস্পতির দুই মেরুর মেরুজ্যোতি ও মেরুজ্যোতির কারণে মহাকাশে তৈরি হওয়া বর্ণচ্ছটা দেখা যাচ্ছে। বৃহস্পতির অতিম্লান বলয় দেখা যাচ্ছে হালকাভাবে। পাশাপাশি দেখা যাচ্ছে গ্রহটির দুটি উপগ্রহ—অ্যাড্রাস্টিয়া এবং অ্যামালথিয়া। এছাড়াও গ্রহটির গ্রেট রেডস্পট নামের দানবীয় ঝড় ও বায়ুমণ্ডলের নানা অবস্থা ফুটে উঠেছে ছবিটিতে।

জেমস ওয়েব নভোদুরবিন ছবিটি তুলেছে গত ২৭ জুলাই। আর গতকাল, ২২ আগস্ট ছবিটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

২০২১ সালের ডিসেম্বরে জেমস ওয়েব নভোদুরবিন যাত্রা করে মহাকাশপাণে। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরের দ্বিতীয় ল্যাগ্রাঞ্জ পয়েন্টে অবস্থান করছে। জেমস ওয়েবের তোলা শিশু মহাবিশ্বের ছবি ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে পৃথিবীজুড়ে। দুরবিনটির তোলা বৃহস্পতির এই ছবি আমাদের নতুন বার্তা দিল। শুধু দূরের মহাকাশের রহস্য সমাধানই নয়, অদূর ভবিষ্যতে সৌরজগতের নানা রহস্যের জালও ছিন্ন করতে চলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: নাসা