হ্যাঁ, এটা এক আশ্চর্য ব্যতিক্রমী ঘটনা। প্রকৃতির এক অপূর্ব ভারসাম্যপূর্ণ ও বিস্ময়কর অবস্থান। এ জন্যই চাঁদ এত ছোট হওয়া সত্ত্বেও আকাশে একে প্রায় সূর্যের সমান গোলাকার দেখায়। যদি একটু ছোট হতো, তাহলে কখনো পূর্ণ সূর্যগ্রহণ হতো না। কারণ, চাঁদ কখনো সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারত না। এটা নিছকই একটি ব্যতিক্রমী ঘটনা। তবে হয়তো ঠিক টায়ে টায়ে ৪০০ গুণ ছোট এবং ৪০০ গুণ কাছে না-ও হতে পারে। হয়তো হিসাবটা এর খুব কাছাকছি। তবে জোয়ার-ভাটার কারণে চাঁদের কক্ষপথ খুব ধীরে প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন, প্রায় ১০ কোটি বছরের মধ্যে চাঁদ এমন অবস্থানে যাবে, যেখান থেকে গ্রহণের সময় সে সূর্যকে সবটা ঢেকে ফেলতে পারবে না। তখন পূর্ণ সূর্যগ্রহণ হবে না, হবে শুধু বলয়গ্রাস (অ্যানুলার ইক্লিপস)।