স্টারশিপের উৎক্ষেপণ স্থগিত

আপাত স্থগিত করা হয়েছে স্টারশিপ মহাকাশযানের উৎক্ষেপণ। আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় স্পেসএক্স নির্মিত এ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল। পরে তা পিছিয়ে ৭টা ২০-এ নেওয়া হয়। পরে স্পেসএক্স জানায়, জ্বালানি ত্রুটির কারণে আপাত স্থগিত করা হয়েছে স্টারশিপ নভোযানের উৎক্ষেপণ। আগামী ১৯ এপ্রিল, বুধবারের আগে এ নভোযান উৎক্ষেপণের আর সুযোগ নেই। তবে উৎক্ষেপনের পরবর্তী সময় এখনো নিশ্চিত করেনি স্পেসএক্স।

গত এক সপ্তাহ ধরে স্টারশিপের উৎক্ষেপণ নিয়ে কাজ করছে নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। এ যাত্রায় পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে ঘুরে আসবে নভোযানটি। এ নভোযান নিয়ে দীর্ঘ প্রতিক্ষার প্রহর গুনছেন অনেক মহাকাশপ্রেমী। এই নভোযানটিই মানুষকে নিয়ে যাবে মঙ্গলে বা আরও গহীন মহাকাশে—এমনটাই দাবী ইলন মাস্কের এ প্রতিষ্ঠানটির।

এর আগে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে (FAA) থেকে লাইসেন্স না পাওয়ায় উৎক্ষেপণের তারিখ নিয়ে অনিশ্চয়তা ছিল। দীর্ঘ প্রায় ৫০০ দিনেরও বেশি সময় ধরে বিষয়টি নিয়ে পর্যালোচনা চলে। অবশেষে ৫ এপ্রিল, শুক্রবার এফএএ স্পেসএক্সকে লাইসেন্স প্রদানের ঘোষণা দেয়। এর কয়েক মিনিট পরেই স্পেসএক্সের পক্ষ থেকে এক টুইটবার্তায় স্টারশিপ উৎক্ষেপণের চূড়ান্ত পরিকল্পনার কথা জানানো হয়। সেখানে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত স্টারবেস থেকে স্বয়ংসম্পূর্ণ নভোযান স্টারশিপ ও এর সুপার হেভি রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে ১৭ এপ্রিল, সোমবার।’ তবে জ্বালানি ত্রুটির কারণে আজ তা স্থগিত করা হয়।

আব্দুল্লাহ আল মাকসুদ

স্টারশিপ মহাকাশযানটির প্রধান অংশ দুটি। নিচের দিকে ফার্স্ট স্টেজ বা প্রথম ধাপে রয়েছে বিশাল আকৃতির বুস্টার। এ অংশটির নাম সুপার হেভি। এটি স্টারশিপ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হবে। নভোযানটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে মহাকাশে পৌঁছে গেলে বিচ্ছিন্ন হয়ে যাবে এ অংশটি, ফিরে আসবে পৃথিবীতে।

৫০ মিটার লম্বা ওপরের অংশটি হলো মূল স্টারশিপ নভোযান। এটি স্বয়ংসম্পূর্ণ। পৃথিবীর সীমা পেরিয়ে যাওয়ার পর গন্তব্যে ছুটতে পারবে নিজেই, বাড়তি কোনো বুস্টার বা আলাদা সেকেন্ড স্টেজ রকেটের প্রয়োজন পড়বে না।

নভোযানটির দুটি অংশই পুনরায় ব্যবহার করা যাবে। আর এতে শক্তি যোগাতে ব্যবহৃত হচ্ছে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের ‘র‍্যাপ্টর ইঞ্জিন’। সুপার হেভির জন্য ৩৩টি আর স্টারশিপের মূল নভোযানে ৬টি ইঞ্জিন ব্যবহার করা হবে।

স্টারশিপ নিয়ে স্পেসএক্স-এর সূদরপ্রসারী পরিকল্পনা রয়েছে। এখন দেখার বিষয়, এ পরিকল্পনার প্রথম ধাপ, স্টারশিপের উৎক্ষেপণ কবে সফল হবে।

সূত্র: স্পেসএক্স