জেমস ওয়েবে ইউরেনাসের নতুন ছবি

ছবিতে বরফদানো ইউরেনাসের বলয়, এর উজ্জ্বলতম উপগ্রহ ও গতিশীল বায়ুমণ্ডল উঠে এসেছে বিশদভাবে।

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউরেনাসের একটি আশ্চর্য ছবি তুলেছে। ছবিতে বরফদানো ইউরেনাসের বলয়, এর উজ্জ্বলতম উপগ্রহ ও গতিশীল বায়ুমণ্ডল উঠে এসেছে বিশদভাবে।

ইউরেনাসের নতুন এ ছবিতে ১৩টি পরিচিত রিং বা বলয়ের মধ্যে ১১টি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর মধ্যে কয়েকটি এত উজ্জ্বল যে রিংগুলো মিশে গেছে একত্রে। অর্থাৎ, ১১টা বলয়কে আলাদা ভাবে বোঝা যায় না।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে তোলা হয়েছে এ ছবি। এর আগে মাত্র দুবার এই বলয়ের ছবি তুলতে সক্ষম হন বিজ্ঞানীরা। ১৯৮৬ সালে ভয়েজার ২ নভোযান ইউরেনাসের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় একবার, আর সম্প্রতি কেক (Keck) অবজারভেটরির সাহায্যে একবার এ ছবি তোলা সম্ভব হয়েছিল। তবে ভয়েজার ২ যে ছবি তুলেছিল, তাতে ইউরেনাসকে দেখাচ্ছিল শুধু নীল মার্বেলের মতো। অর্থাৎ, ইউরেনাসের বলয় বা গতিশীল বায়ুমণ্ডল ধরতে পারেনি নভোযানটি।

ছবিতে ইউরেনাসের উপগ্রহ দেখা যাচ্ছে

সৌরজগতে ইউরেনাসের একটি একক বা অনন্য কক্ষপথ আছে। ইউরেনাস সেই কক্ষপথ অনুসরণ করে সূর্যের চারপাশে ঘোরে। সূর্যের চারপাশে ঘোরার সময় গ্রহটি ৯০ ডিগ্রি কোণে সূর্যের দিকে ঝুঁকে থাকে। এ কারণে ইউরেনাসের প্রতিটি মেরু দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে ডুবে থাকে, আবার দীর্ঘ সময় জুড়ে থাকে আলোকিত।

বর্তমানে ইউরেনাসের উত্তর মেরুতে চলছে বসন্তকাল। ছবিতে দেখা যাচ্ছে, গ্রহটির ডানদিকটা উজ্জ্বল হয়ে আছে, মুখ ফিরিয়ে আছে সূর্যের দিকে। বিজ্ঞানীরা এই প্রথম ইউরেনাসের উজ্জ্বলতা দেখলেন। তাঁদের ধারণা, এই সাদা অংশ সম্ভবত ইউরেনাসের মেঘের ঝড়। নিশ্চিত হওয়ার জন্য অবশ্য আরও গবেষণা প্রয়োজন।

কিছুদিন আগে কেক অবজারভেটরি ইউরেনাসের যে ছবি তুলেছিল, সে ছবিতেও এ উজ্জ্বলতা অনুপস্থিত ছিল। ইউরেনাসের দক্ষিণ মেরু বর্তমানে অন্ধকারে ডুবে আছে। ২০২৮ সালে ইউরেনাসের উত্তর মেরুতে গ্রীষ্মকাল শুরু হবে।

ইউরেনাসের পরিচিত ২৭টি উপগ্রহের মধ্যে ৬টি এ ছবিতে দেখা যাচ্ছে। গ্রহটির সবচেয়ে উজ্জ্বল উপগ্রহ এগুলোই। বাকিগুলো তুলনামূলক কম উজ্জ্বল।  

ইউরেনাস দূরত্বের দিক থেকে সৌরজগতের সপ্তম গ্রহ। পানি, মিথেন ও অ্যামোনিয়া দিয়ে গঠিত ইউরেনাস সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহও বটে। গড় তাপমাত্রা মাইনাস ১৯৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ৯০০ কিলোমিটার। প্রাণের বেঁচে থাকার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত গ্রহ এটি। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে গ্রহটির সময় লাগে ৮৪ বছর।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা

সূত্র: স্পেস ডট কম