মহাবিশ্ব কত বড়!

মহাবিশ্বের ক্ষুদ্রাকৃতির বস্তু, যেমন অতিপারমাণবিক কণা আর বড় আকারের বস্তু, যেমন গ্যালাক্সিদের আকারের পার্থক্য অনেক বললেও কম বলা হয়।

আসলে মহাবিশ্ব কত বড়, কেউ জানে না। ১৩.৭ বিলিয়ন বছর আগের মহাবিস্ফোরণ থেকে এখন পর্যন্ত মহাবিশ্ব বেড়েই চলেছে। এটি এত বড় যে জ্যোতির্বিদেরা এর পরিমাপ করেন আলোকবর্ষে। বলে রাখা ভালো, এক আলোকবর্ষ মানে ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার বা ৬ ট্রিলিয়ন মাইল। আর মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ।

সৌরজগৎ

আটটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের ব্যাস পৃথিবী থেকে ১০০ গুণ বেশি। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, সৌরজগতের কিনারা থেকে সূর্যের দূরত্ব তার ১২২ গুণ।

প্রতিবেশী নক্ষত্রমণ্ডলী

আমাদের নক্ষত্রমণ্ডলীতে ৭৯টি তারা আছে। সব কটিই ২০ আলোকবর্ষ সীমার মধ্যে আছে। সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টরি ৪.৩৫ আলোকবর্ষ দূরে। বেশির ভাগ সিস্টেমে ১টি উজ্জ্বল তারা থাকে, কিন্তু সিরিয়াসে ২টি তারাকে উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যায়।

পৃথিবী

সূর্যের তৃতীয় গ্রহ। প্রায় ৪ বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে ব্যাস ৭,৯২৬ মাইল বা ১২,৭৫৬ কিলোমিটার। মাউন্ট এভারেস্টের চেয়েও ১৫০০ গুণ উঁচু।

সুপারক্লাস্টার

সুপারক্লাস্টার স্থানীয় দলের চেয়ে ১০ গুণ বড়। যেমন একটি সুপারক্লাস্টারে হাজার হাজার ছায়াপথ থাকতে পারে। আমাদের মিল্কওয়ে ভার্গো সুপারক্লাস্টারে রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, মহাবিশ্বে প্রায় ১০ বিলিয়ন পর্যবেক্ষণযোগ্য সুপারক্লাস্টার রয়েছে।

ছায়াপথ

একটি গ্যালাক্সিতে একসঙ্গে অনেকগুলো নক্ষত্রমণ্ডলী থাকে। বিশাল এসব নক্ষত্রমণ্ডলীকে মহাকর্ষ একসঙ্গে ধরে রাখে। তবে এদের মধ্যকার দূরত্ব কিন্তু কম নয়। আমাদের সৌরজগতের দুটো গ্রহের মধ্যকার দূরত্ব থেকে এই দূরত্ব মিলিয়ন গুণ বেশি। আমাদের সৌরজগৎটির অবস্থান মূলত মিল্কিওয়ের একটি সর্পিল বাহুতে। মিল্কিওয়ের কেন্দ্র থেকে এর দূরত্ব ১০০,০০০ আলোকবর্ষ।