সৌরজগৎ সম্পর্কে আপনি কতটা জানেন

সূর্য, ৮টি গ্রহ, প্রায় ৩০০ উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, গ্রহাণুবেষ্টনী নিয়ে আমাদের সৌরজগৎ। এর কোনো গ্রহে সূর্য ওঠে পশ্চিম দিকে, কোনোটার বছরের চেয়ে দিন বড়, আবার কোনো গ্রহে দিনে সূর্যাস্ত হয় দুবার। রহস্যময় এই সৌরজগত সম্পর্কে আপনি কতটা জানেন?

নিজের জ্ঞান যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় হলো কোনো পরীক্ষায় অংশ নেওয়া। এই কুইজ খেলে যাচাই করে দেখুন তো, সৌরজগৎ সম্পর্কে আপনি কতটা জানেন?