মহাকাশে পাওয়া বর্জ্য

মহাকাশের আবর্জনা দেখা যায় না, কিন্তু আছে। মেঘের ওপরে কয়েক লাখ ধ্বংসাবশেষ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এগুলো খালি চোখে দেখা যায় না। সেখানে কী আছে, জানতে হলে নিচের তথ্যগুলো পড়ুন।

১৯৬৫ সালে এড হোয়াইট মহাকাশে হাঁটার সময় একটি গ্লাভস হারিয়ে ফেলেন।
গোনা বা ট্র্যাক করা যায় না, মহাকাশে এমন বস্তুর সংখ্যা লাখ লাখ
বলের চেয়ে বড় আকারের প্রায় ২০ হাজার ধ্বংসাবশেষ পৃথিবীর চারপাশে ঘুরছে।
পৃথিবীপৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি দূরের বর্জ্যের দূরত্ব ৫০০ মাইল।
পৃথিবীর চারপাশে বস্তুর বেগ ১৭ হাজার ৫০০ মাইল/ঘন্টা। সর্বোচ্চ গতিতে সবচেয়ে ক্ষুদ্র বর্জ্যও মারাত্মক বিপদ ঘটাতে পারে। কণার মতো ক্ষুদ্র বর্জ্যের আঘাতেও স্পেস শাটলের দরজাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
মার্বেল বা তার চেয়েও ছোট আকারের বর্জ্য পদার্থ আছে প্রায় ৫ লাখ।
মহাকাশের ভাসমান বর্জ্য ট্র্যাক করতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ব্যবহৃত দুরবিনসংখ্যা ৯টি।

সূত: ন্যাশনাল জিওগ্রাফিক কিডস