নাসার নতুন গ্রহ আবিষ্কার

টিওআই ৭০০ ই

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে। গ্রহটি পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্রহটির নাম টিওআই ৭০০ ই (TOI 700 e)। বিস্তারিত পড়ুন...

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে। গ্রহটি পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্রহটির নাম টিওআই ৭০০ ই (TOI 700 e)।

গ্রহটি খুঁজে পেয়েছে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা সংক্ষেপে টেস (TESS)। এই কৃত্রিম উপগ্রহটির মূল কাজই হলো বহিঃসৌর গ্রহ খুঁজে বের করা।

গ্রহটি টিওআই ৭০০ নামের নক্ষত্রব্যবস্থাটির বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। বাসযোগ্য অঞ্চল বলতে বোঝানো হয় গোল্ডিলকস জোন। অর্থাৎ এমন অবস্থান, যেন কোনো গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা পানি তরল অবস্থায় থাকার মতো হয়। তাপমাত্রা কম হলে পানি জমে বরফ হয়ে যাবে। বেশি হলে পানি হয়ে যাব বাষ্প। এই দুইয়ের মাঝামাঝি অনুকূল তাপমাত্রার অঞ্চলকে বলা হয় গোল্ডিলকস জোন। ইংরেজিতে একে হ্যাবিটেবল জোনও বলে। বাংলায় বলে, বাসযোগ্য অঞ্চল।

‘টিওআই ৭০০’ নক্ষত্রের ই গ্রহটি ডি গ্রহের তুলনায় ১০ শতাংশ ছোট। এ থেকেই বোঝা যায়, টেসের পর্যবেক্ষণগুলো কীভাবে আমাদের ছোট থেকে ছোট জগৎকে খুঁজে পেতে দারুণ সহয়তা করছে

পৃথিবীর বাইরে, সৌরজগতের বাইরে বাসযোগ্য গ্রহের খোঁজ করতে হলে গ্রহটির অবস্থান এমন অঞ্চলেই হতে হবে। এই গ্রহটি সেদিক থেকে যুতসই। জীবন ধারণের উপযুক্ত।

অবশ্য টিওআই ৭০০ নক্ষত্রের এটি প্রথম গ্রহ নয়। ২০২০ সালে এর আরও একটি গ্রহ ‘টিওআই ৭০০ ডি’ খুঁজে পাওয়া যায়। এই গ্রহটিও বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। ‘টিওআই ৭০০ বি’ ও ‘টিওআই ৭০০ সি’ নামে আরও দুটি গ্রহ ঘুরছে এই নক্ষত্রকে কেন্দ্র করে। তবে এগুলো বাসযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাসা জেট প্রপালেশন ল্যাবরেটরির (জেপিএল) গ্রহবিজ্ঞানী এমিলি গিলবার্ট বলেন, ‘বসবাসযোগ্য একাধিক ছোট গ্রহের মধ্যে এটি একটি। ‘টিওআই ৭০০’ নক্ষত্রের ই গ্রহটি ডি গ্রহের তুলনায় ১০ শতাংশ ছোট। এ থেকেই বোঝা যায়, টেসের পর্যবেক্ষণগুলো কীভাবে আমাদের ছোট থেকে ছোট জগৎকে খুঁজে পেতে দারুণ সহয়তা করছে।’

টিওআই ৭০০ নক্ষত্রটি ছোট এবং শীতল। এটি একটি বামন নক্ষত্র। ইংরেজিতে বলে রেড ডোয়ার্ফ, বাংলায় লাল বামন। আমাদের থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে ডোরাডো নক্ষত্রমন্ডলে এর অবস্থান। এই নক্ষত্রটি আমাদের সূর্যের মতো গরম বা আকারে বড় নয়। তাই নক্ষত্রের গ্রহগুলোতে পানি থাকতে হলে গ্রহগুলোর অবস্থান হতে হবে নক্ষত্রটির কাছাকাছি। যাতে পানি অতিরিক্ত ঠান্ডায় জমে না যায়।

‘টিওআই ৭০০ ই’ গ্রহটির আয়তন পৃথিবীর আয়তনের ৯৫ শতাংশ। বিজ্ঞানীদের ধারণা, গ্রহটি পাথুরে। তবে এতে পানি থাকার সম্ভবনা আছে। এটি ২৮ দিনে তার নিজস্ব সূর্য, মানে টিওআই ৭০০-কে একবার প্রদক্ষিণ করে। অন্যদিকে ‘টিওআই ৭০০ ডি’ গ্রহটি যেহেতু কিছুটা দূরে অবস্থিত, তাই সেই গ্রহের নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৭ দিন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী বেন হার্ড বলেন, ‘নক্ষত্রটি যদি আরেকটু কাছাকাছি থাকত বা কিছুটা বড় হতো, তাহলে আমরা আরও আগেই এটাকে শনাক্ত করতে পারতাম। গ্রহটির সিগন্যাল এতই ক্ষীণ যে এটি শনাক্ত করতে আমাদের অতিরিক্ত এক বছরের ট্রানজিট পর্যবেক্ষণ করতে হয়েছে।’

তবে টিওআই ৭০০ নক্ষত্রের গ্রহগুলোর আহ্নিক গতি নেই। অর্থাৎ গ্রহগুলো শুধু নিজস্ব নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। নিজ অক্ষের ওপরে ঘোরে না। ফলে গ্রহটিতে আমাদের চাঁদের মতো সবসময় একপাশে নক্ষত্রের আলো পড়ে। মানে একপাশে সব সময় দিন ও অন্যপাশে সব সময় রাত থাকে।

এখন পর্যন্ত টেস প্রায় ১০ কোটি নক্ষত্র পর্যবেক্ষণ করেছে। তবু টিওআই ৭০০ ই গ্রহটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী যোয়ি রদ্রিগেজ বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি এক্সোপ্ল্যানেট আবিস্কৃত হয়েছে। তবুও ‘টিওআই ৭০০ ই’ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই গ্রহটি থেকে এখনো আমাদের আরও অনেক কিছু শেখার আছে।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা

সূত্র: নাসা, দ্য ভার্জ ও সায়েন্স অ্যালার্ট