বুধ গ্রহের বিচ্যুতির ক্ষেত্রে কি নিউটনের তত্ত্ব ভুল?

প্রশ্ন :

বুধ গ্রহের ১০০ বছর পর বিচ্যুতি হয়। নিউটনের মহাকর্ষ সূত্র এটা ব্যাখ্যা করতে পারে না। বিচ্যুতিটা কেন হয়? তবে কি নিউটনের মহাকর্ষ সূত্র ভুল?

এমন কোনো ব্যাপার নেই যে বুধ গ্রহের কোনো কিছুর ‘বিচ্যুতি’ হয়। তবে হ্যাঁ, তার অনুসূর (সূর্যের সবচেয়ে কাছের) বিন্দুর অগ্রগমন হয়। প্রতিবছরই হয়। নিউটনের সূত্র অনুসরণ করে এর সঠিক মান পাওয়া যায় না, আইনস্টাইনের তত্ত্ব এই অগ্রগমনের হারটির সঠিক তাত্ত্বিক মান দিতে সক্ষম হয়। এমনকি এ ধরনের অগ্রগমন অন্য সব গ্রহেরও হয়। তার মানে এই নয়, নিউটেনর তত্ত্ব ভুল। এটা নিউটনের তত্ত্বের সীমাবদ্ধতা।

ওয়াকিয়া রহমান, ৯ম শ্রেণি, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট