মহাবিশ্বে জীবনের সন্ধান

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ'—এ কথা কবেই বলে গেছেন রবি ঠাকুর। আদিম মানুষ যেদিন দুই হাত তুলে সোজা হয়ে আকাশের পানে চেয়েছে, সেদিন থেকেই তারায় তারায় খচিত আকাশটায় খুঁজে চলেছে নিজেদের স্বজাতি-দোসরদের। সে খোঁজ আজ শুধু কল্পনায় ভেসে নয়, প্রযুক্তির পাখায় ভর করে শুরু হয়েছে মানুষের সেই অভিযান।

মহাবিশ্বে জীবনের সন্ধান॥ রেজাউর রহমান॥ প্রকাশক: প্রথমা॥ প্রচ্ছদ ও অলঙ্করণ: কাইয়ুম চৌধুরী॥ প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০০৯॥ দাম: ১৫০ টাকা

সাফল্যের দেখা আজও মেলেনি, আদৌ মিলবে কি না জানা নেই কারও। কিন্তু তাতে কী! মানুষ তো থেমে থাকতে শেখেনি। তাই দূর দূরান্তে পাঠানো হচ্ছে মানবসভ্যতার বার্তাবাহক—যারা ছুটে চলেছে অচেনা প্রাণের সন্ধানে। মানুষের এই নিরন্তর অভিযানের কাহিনিই মহাবিশ্বে জীবনের সন্ধান

মোট দশটি পরিচ্ছেদে এই অভিযানের অতীত থেকে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেছেন লেখক রেজাউর রহমান। শুরুটা হয়েছে একেবারে জীবনের আদি সূত্র থেকে, আছে জীবনকে বোঝার ক্ষেত্রে মানবজাতির বুদ্ধিবৃত্তিক অগ্রগতির ইতিহাস। তারপর করা হয়েছে আবছা নীল গ্রহের গণ্ডি পেরিয়ে অনন্ত মহাবিশ্বে সেই সূত্রের খোঁজ। আছে গুরুত্বপূর্ণ নানা গবেষণার ফলাফল, আশা-নিরাশার কাহিনি। তবে সবটাই সহজবোধ্য ভাষায়। সঙ্গে প্রাসঙ্গিক ছবি, ফিগার, গ্রাফ ভিন্ন মাত্রা যোগ করেছে।

সব মিলিয়ে বিজ্ঞান পাঠক তো বটেই, যেকোনো অনুসন্ধিৎসু পাঠকেরই ভালো লাগার মতো বই।