সৌরজগতের গ্রহগুলো কীভাবে ঘোরে?

সৌরজগতের সবগুলো গ্রহ যেমন সূর্যের চারদিকে ঘোরে, তেমনি আবার নিজের অক্ষের ওপরও ঘুরপাক খায়। যদি সৌর জগতকে সমতল কল্পনা করা যায়, তাহলে গ্রহের নিজ অক্ষের উপর ঘোরার বিষয়টি হবে অনেকটা টেবিলের উপর কয়েন ঘোরানোর মতো। শুক্র আর ইউরেনাস ছাড়া বাকি সবগুলো গ্রহ ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে। প্রতিটি গ্রহ কোনটা কোন দিকে ঘোরে, সেটা নিচের এই ডায়াগ্রামে আমরা দেখতে পারব। পাশাপাশি নিজ অক্ষের ওপর একবার ঘুরতে কত সময় লাগে সেটাও জানতে পারব।

সূত্র: সায়েন্স অ্যালার্ট