default-image

শুরু

২০১৪ সালের নভেম্বরে মূল সেতুর নির্মাণকাজ শুরু হয়।

default-image

সেতুর দৈর্ঘ্য

৬.১৫ কিলোমিটার, চওড়া ২২ মিটার।

default-image

ল্যাম্পপোস্ট

মোট ৪১৫টি। মূল সেতুতে ৩২৮টি। ভায়াডাক্টে ৮৭টি।

default-image

নৌ চলাচল

রেলপথ থেকে নদীর পানি ফাঁকা থাকবে ১৮.৩০ মিটার।

default-image

পাইল

২৯৪টি পাইল নদীর গভীরে স্থাপন।

default-image

পিলার

মোট ৪২টি।

default-image

স্প্যান

মূল সেতুর স্প্যান ৪১টি।

প্রতিটি স্প্যান ১৫০ মিটার।

প্রতিটি স্প্যানের ওজন ৩২০০ টন।

default-image

নদী শাসন

মাওয়া প্রান্তে ১.৮৩৫ কিলোমিটার

জাজিরা প্রান্তে ১১.০৮ কিলোমিটার

default-image

অন্যান্য সুবিধা

৭৬ মিলিমিটার গ্যাস লাইন

১৫০ মিলিমিটার ফাইবার অপটিক্যাল এবং টেলিফোন লাইন

default-image

সাশ্রয় হবে সময়

নৌপথে যেতে সময় লাগত গড়ে ২ ঘণ্টা। গাড়ি দিয়ে এই দূরত্ব পার হতে সময় লাগবে ৬-৭ মিনিট।

সূত্র : প্রথম আলো

প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন