এখন ইন্টারনেট সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করা না থাকলেও এ সুবিধা গ্রহণ করতে পারবেন ব্যবহারকারীরা। এ তথ্য জানানো হয়েছে অ্যাডোবির পক্ষ থেকে। ২৮ সেপ্টেম্বর, বুধবার এক ব্লগ বার্তায় বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক।
এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে অ্যাডোবি প্রথমবারের মতো ফটোশপকে অনলাইনে নিয়ে আসে। এতে মূলত ফটোশপের পিএসডি ফাইল দেখা ও শেয়ার করা যেত। এই সুবিধা পেতে অবশ্য ব্যবহারকারীর কম্পিউটারে ফটোশপ আগে থেকে ইনস্টল থাকা বাধ্যতামূলক ছিল। এখন সে বাধ্যবাধকতা আর আর থাকছে না।
বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি এডিট বা সম্পাদনার প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন সহজবোধ্য ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি এডিট করতে পারবেন এতে, জানিয়েছে অ্যাডোবি।
ফটোশপের এই ওয়েব সংস্করণে ব্যবহার করা যাবে জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কন্টেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবি এক্সপ্যান্ড (ছবি সম্প্রসারণ) করা যাবে সহজেই। ছবি এডিটকালে ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপে খুলতে পারবেন।
এ ছাড়াও ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কন্টেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে ওয়েব ভার্সনে। ‘কন্টেক্সুয়াল টাস্কবার’ আসলে একধরনের অন-স্ক্রিন মেন্যু। ছবি এডিটিংয়ের সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে।
ফটোশপের প্যাচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার অবশ্য ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট