চ্যাটজিপিটি ইউজাররা এক্স হ্যান্ডলে লিখেছেন, তাদের চ্যাটজিপিটির হোম পেজে নতুন একটি ফিচারের অপশন দেখাচ্ছে। ফিচারটির নাম ‘স্টাডি টুগেদার’। তবে সবার চ্যাটজিপিটিতে আবার এই অপশন দেখা যাচ্ছে না। কি এই স্টাডি টুগেদার? কীভাবে কাজ করে এটি?
এতদিন আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতাম প্রশ্নোত্তরের পাশাপাশি আরও কিছু কাজের জন্য। কিন্তু সেই কাজের মধ্যে একসঙ্গে গ্রুপ করে পড়ালেখার বিষয়টা ছিল না। কিন্তু এখন চ্যাটজিপিটিতে সে কাজও করা যাবে। ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। সেই ফিচারের নামই ‘স্টাডি টুগেদার’।
এই ফিচারের সাহায্যে শিক্ষার্থীরা চ্যাটজিপিটিকে শিক্ষকের মতোই প্রশ্ন করতে পারবে। চ্যাটজিপিটি শিক্ষার্থীদের সঙ্গে ধাপে ধাপে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে এবং সমস্যাগুলো বিশ্লেষণ করতে সাহায্য করবে। ফলে শেখার প্রক্রিয়াটা আরও বেশি ইন্টারেক্টিভ ও কার্যকর হবে। ওপেনএআই জানিয়েছে, ‘তারা এরই মধ্যে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর ওপর এই নতুন সুবিধার কার্যকারিতা পরীক্ষা করে দেখছে।’
অনেকে এই নতুন ফিচারটিকে গুগলের লার্ন এলএম (LearnLM)-এর মতো বলছেন। আবার কেউ কেউ ভাবছেন, এতে এমন কোনো ব্যবস্থা থাকবে, যেখানে কয়েকজন বন্ধু মিলে একটি স্টাডি গ্রুপ বানিয়ে একসঙ্গে চ্যাট করে পড়াশোনা করতে পারবে।
গত মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ইঙ্গিত দিয়েছিলেন, জিপিটি-৫ আসছে। হয়তো স্টাডি টুগেদার সেই বড় আপডেটেরই অংশ
বর্তমানে চ্যাটজিপিটির মতো অনেক এআই টুল শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। কিছু শিক্ষার্থী এগুলো তাদের হোমওয়ার্ক বা প্রজেক্টে সাহায্য নেওয়ার জন্য ব্যবহার করছে। কিন্তু দুঃখজনকভাবে অনেকে এর অপব্যবহারও করছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেশ সমস্যায় পড়েছে।
গ্যাজেটস ৩৬০ নামে একটি সাইটে জানানো হয়েছে, নতুন ফিচারটি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কে নকল করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে। এর বদলে এটি তাদের বিষয়গুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। দ্য গার্ডিয়ান-এর এক জরিপে দেখে গেছে, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এআই ব্যবহার করে পরীক্ষায় নকল করার প্রায় ৭ হাজার ঘটনা ঘটেছে। প্রতি ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫১ জন এই ধরনের কাজ করেছে, যা ২০২২-২৩ শিক্ষাবর্ষে ছিল মাত্র ১৬ জন।
গত মাসে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ইঙ্গিত দিয়েছিলেন, জিপিটি-৫ আসছে। হয়তো স্টাডি টুগেদার সেই বড় আপডেটেরই অংশ। নতুন শিক্ষাবর্ষ যেহেতু দ্রুতই শুরু হচ্ছে, তাই ওপেনএআই চাইবে পরের একাডেমিক সেমিস্টারের ঠিক আগে স্টাডি টুগেদার সব শিক্ষার্থীর জন্য চালু করতে।