সিডিতে যেভাবে তথ্য সংরক্ষণ করা হয়

সিডিতে তথ্য সংরক্ষণ করা হয় বাইনারি সংখ্যারূপেছবি: সংগৃহীত

প্রশ্ন: সিডিতে কীভাবে তথ্য সংরক্ষণ করা হয়?

আবিদ হাসান, সপ্তম শ্রেণি, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়

উত্তর: সিডিতে তথ্য সংরক্ষণ করা হয় বাইনারি সংখ্যারূপে। সিডি রাইটার দিয়ে ডিস্কের গায়ে ছোট ছোট গর্ত করা হয়। গর্তগুলো দিয়ে বাইনারির ০-কে প্রকাশ করা হয়। গর্ত ছাড়া ডিস্কের চকচকে মসৃণ সমতল পৃষ্ঠকে বাইনারির ১ হিসেবে প্রকাশ করা হয়। এভাবে সিডির গায়ে অসংখ্য গর্ত (pits) ও সমতল পৃষ্ঠ (lands) দিয়ে তথ্যকে বাইনারি সংখ্যা হিসেবে সংরক্ষণ করা হয়।

সিডিটি যখন সিডি প্লেয়ারে প্রবেশ করে চালানো হয়, তখন সেটা ঘুরতে থাকে। এ অবস্থায় সিডির গায়ে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ফেলা হয়। গর্তগুলোতে যখন সেই আলো পড়ে, তখন তার প্রতিফলন ঘটে না। এভাবে সিডি প্লেয়ার বুঝে ফেলে, এটা বাইনারির ০। মসৃণ পৃষ্ঠে প্রতিফলিত হলে প্লেয়ারটি বাইনারির ১ ধরে নেয়।

ডিভিডি (DVD) ও ব্লুরে (BluRay) ডিস্কেও এভাবে তথ্য সংরক্ষণ করা হয়। তবে ডিভিডিতে গর্তগুলো সিডির চেয়ে ছোট করে করা হয়। ব্লুরে ডিস্কে সেই গর্ত আরও ছোট ছোট হয়। তাই সিডি, ডিভিডি ও ব্লুরে ডিস্ক একই আকারের হওয়া সত্ত্বেও সিডি থেকে ডিভিডি বেশি এবং ডিভিডি থেকে ব্লুরে ডিস্ক বেশি তথ্য ধারণ করতে পারে। তা ছাড়া ডিভিডি ও ব্লুরে ডিস্কে সিডির মতো ইনফ্রারেড (অবলোহিত) রশ্মি ব্যবহৃত হয় না। ডিভিডির গর্তগুলো যেহেতু সিডি থেকে ছোট, তা পড়ার জন্য আরও ছোট তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট লাল রশ্মি ব্যবহার করা হয়। ব্লুরে ডিস্কের গর্ত এর চেয়ে ছোট, তাই সেগুলো রিড করতে আরও ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল রশ্মি ব্যবহার করা হয়।

উত্তর দিয়েছেন রিফাত আহমেদ, ব্যবস্থাপক, ডেফ্টাইল্ড, বাংলাদেশ

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত