যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য হলেন বাংলাদেশি তাহের সাইফ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের (এনএই) সদস্য হিসেবে নির্বাচিত হলেন প্রবাসী বাংলাদেশি অধ্যাপক তাহের এ সাইফ। বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম সেরা স্বীকৃতি হিসেবে এটিকে বিবেচনা করা হয়। তৃতীয় বাংলাদেশি হিসেবে এ গৌরব অর্জন করলেন তিনি। 

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের নতুন ১১৪ সদস্য এবং আন্তর্জাতিক ২১ সদস্যের নাম ঘোষণা করেছেন এনইএ-এর সভাপতি জন এল. অ্যান্ডারসন। সেখানে ১১৪ সদস্যের মধ্যে স্থান পেয়েছেন অধ্যাপক সাইফ। ফলে এখন মোট সদস্য হয়েছেন ২ হাজার ৩১০ জন ও আন্তর্জাতিক সদস্য ৩৩২ জন। 

রাজধানীর ধানমন্ডিতে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় অধ্যাপক তাহের এ সাইফ
ছবি: সাজিদ হোসেন

আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে এ স্বীকৃতি দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। এর আগে আরও দুজন বাংলাদেশি এ স্বীকৃতি পেয়েছেন। তাঁরা হলেন স্থপতি ফজলুর রহমান খান এবং এ. কে. এম ফজলে হুসাইন। ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার পেয়েছিলেন স্থপতি ফজলুর রহমান খান। বিশ্বের অন্যতম উচ্চ ভবন ‘সিয়ার্স টাওয়ার’-এর নকশা করার জন্য তিনি পরিচিত। আর ২০০১ সালে এ স্বীকৃতি পান এ. কে. এম ফজলে হুসাইন। তাঁর গবেষণায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যুগান্তকারী পরিবর্তন এসেছিল। 

তাহের এ সাইফ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করছেন। তাঁর গবেষণার মূল বিষয় বায়ো-ইঞ্জিনিয়ারিং। ক্যান্সার কোষ নিয়ে অনেকদিন গবেষণা করেছেন। ২০১৬ সালে ন্যানো রোবট (ন্যানোবট) আবিষ্কার করে প্রযুক্তি জগতে বড় বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। কারণ, তাঁর আবিষ্কৃত ন্যানো রোবট মানুষের শিরা ও ধমনীতে ঢুকে ক্যান্সার কোষ খুঁজে ধ্বংস করতে পারে। এর নাম দেওয়া হয় বায়ো-বট। আর এটা বানানো হয়েছে হৃৎপিণ্ডের কোষ থেকে। 

তাঁর গবেষণার মূল বিষয় বায়ো-ইঞ্জিনিয়ারিং। ক্যান্সার কোষ নিয়ে অনেকদিন গবেষণা করেছেন। ২০১৬ সালে ন্যানো রোবট (ন্যানোবট) আবিষ্কার করে প্রযুক্তি জগতে বড় বিপ্লব ঘটিয়েছিলেন তিনি

অধ্যাপক সাইফ ঢাকার সন্তান। চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল থেকে মাধ্যমিক শেষ করলেও উচ্চমাধ্যমিক শেষ করেছেন ঢাকা কলেজ থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগ থেকে তিনি স্নাতক সম্পন্ন করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করে পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে।

সূত্র: ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়, যুক্তরাষ্ট্র, প্রথম আলো