প্রথমবারের মতো দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে বুধবার এ ইন্টারনেট চালু করা হয়।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর তৃতীয় দিনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) স্টলে বিশেষ কিউআর কোড ব্যবহার করে দর্শনার্থীরা বিনামূল্যে স্যাটেলাইট-চালিত ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছেন। এর গতি ছিলো বেশ ভালো। দৈনিক প্রথম আলো অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা সেখানে সর্বোচ্চ ২২০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস) গতি ও সর্বনিম্ন ১৭০ এমবিপিএস গতি পেয়েছেন। ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বিএসসিএলের স্টলে স্টারলিংক রিসিভার ও অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে।
ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রকল্প স্টারলিংক। এ প্রকল্পের আওতায় মহাকাশে প্রায় সাড়ে ছয় হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। মোট সাড়ে ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। পৃথিবীর নিম্ন কক্ষপথে, অর্থাৎ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১১ শ কিলোমিটার ওপর থেকে এগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে ইন্টারনেট বিশাল এক নেটওয়ার্ক তৈরি করেছে। উপযুক্ত যন্ত্রাংশ কিংবা হাতের স্মার্টফোন ব্যবহার করে এর মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করা যায়। এর মাধ্যমে দুর্গম অঞ্চল কিংবা প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতিতে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব।
এই সামিটে আসা অনেক দর্শনার্থীই এই ইন্টারনেট নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী ছিলেন। সামিটে আসা প্রযুক্তি পেশাজীবী জারিফ ফাইয়াজ বলেন, ‘স্টলে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেখলাম। তবে কবে বাসাবাড়িতে ব্যবহারের সুযোগ আসবে, তা জানা যায়নি। এমনকি কেমন খরচ হবে, এ বিষয়েও কেউ কোনো তথ্য দিতে পারছেন না।’
গত ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পায়। স্টারলিংককে কার্যক্রম শুরু করার জন্য ৯০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অনুমতি পাওয়ার পরই স্টারলিংক ইন্টারনেট–সেবা চালু করবে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার ভুটানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট–সেবা নিতে পারছেন গ্রাহকেরা। ভুটানে রেসিডেনশিয়াল ফিক্সড ইন্টারনেটের জন্য খরচ পড়ে প্রতি মাসে ৪ হাজার ২০০ ভুটানিজ গুলট্রাম, যা বাংলাদেশি টাকায় ৫ হাজার ৮০০ টাকার মতো। শুরুতে স্টারলিংকের স্টান্ডার্ট প্যাকেজের জন্য গুনতে হয় ৩৩ হাজার ভুটানিজ গুলট্রাম বা প্রায় ৪৬ হাজার টাকা।