এমন অনেক ওয়েবসাইটই আছে, যেগুলোর আলাদা কোনো অ্যাপ নেই। কিন্তু আপনি হয়তো এরকম একটি ওয়েবসাইট ব্রাউজ করেন নিয়মিত। যেমন ধরুন, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট: bigganchinta.com। এই ওয়েবসাইট ব্রাউজ করতে আপনাকে প্রথমে মোবাইলের ব্রাউজার ওপেন করতে হয়। তারপর ইউআরএলের জায়গায় লিখতে হয় ওয়েবসাইটের ঠিকানা, অথবা সার্চ করতে হয় গুগলে। তারপর ক্লিক করে সেই ওয়েবসাইটে ঢুকতে হয়।

কী দারুণ হতো না, যদি সেই ওয়েবসাইটের একটা অ্যাপ আপনি নিজেই বানিয়ে নিতে পারতেন চট করে, ২ মিনিটের মধ্যে? হ্যাঁ, এটা সম্ভব। ইনস্ট্যান্ট নুডুলস বানাতে যে সময় লাগে, তারচেয়েও কম সময়ে এরকম অ্যাপ বানিয়ে নেওয়া সম্ভব। সেটাই দেখাব আজকে। চলুন, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট ও ক্রোম ব্রাউজার ব্যবহার করে দেখে নিই, কীভাবে এরকম অ্যাপ বানিয়ে নেওয়া যায়।

প্রথমেই আপনার অ্যান্ডয়েড ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ইউআরএলের ঘরে লিখুন bigganchinta.com। একটু সময় দিন যেন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট লোড হতে পারে। সম্পূর্ণ লোড হওয়ার পর নিচের প্রথম ছবির মতো ওপরের ডান কোণার তিনটি ডটে চাপ দিন (হলুদ বক্স করা আছে)।

এরপর দ্বিতীয় ছবির মতো একটা মেন্যু বার আসবে। এই মেন্যু বারে দেখবেন একটা অপশন আছে—ইনস্টল অ্যাপ (Install app), ছবিতে হলুদ বক্স করা আছে। এই অপশনটিতে চাপ দিন।

সঙ্গে সঙ্গে তৃতীয় ছবির মতো একটি পপ-আপ উইন্ডো আসবে। সেখানে অবশ্য বিজ্ঞানচিন্তার নাম থাকবে না, প্রথম আলোর অ্যাপ ইনস্টলের কথা লেখা থাকবে। কারণ, বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটটি মূলত প্রথম আলোর ওয়েবসাইটের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। তাই ঘাবড়ানোর কিছু নেই, নিশ্চিন্তে নিচের ছবির মতো ইনস্টল (Install) অপশনে চাপ দিন।

ইনস্টল হয়ে যাবে অ্যাপটি। আপনার নোটিফিকেশন সিস্টেমে দেখাবে চতুর্থ ছবির মতো।

এবারে আপনার মেন্যু থেকে প্রথম আলো (Prothom Alo) নামের অ্যাপটিতে চাপ দিয়ে ওপেন করুন। ব্যস, দেখবেন, বিজ্ঞানচিন্তার অ্যাপ ওপেন হয়ে গেছে।

নিয়মিত এই অ্যাপ থেকেই আপনি পড়তে পারবেন দারুণ সব ফিচার, আপডেটসহ বিজ্ঞানের নতুন সব আয়োজন।

হ্যাপি রিডিং!