আলফা বিটা গামা

আলফা, বিটা চুপই ছিল, বলল হঠাৎ গামা

ইউরেনিয়াম কাউকে তো আর আটকায় না, মামা!

চল সকলে বের হয়ে যাই, যে যেদিকে পারি

পেছন দিকে পড়ে থাকুক ইউরেনিয়াম বাড়ি।

আলফা, বিটা স্বর মেলালো জোরসে গামার স্বরে

‘বাইরে যাব বাইরে যাব, থাকব না আর ঘরে।‘

রশ্মি হয়ে রওনা দেব, ছাড়ব নিজের ভিটা

তৈরি গামা, সঙ্গী হলো আলফা এবং বিটা।

আশেপাশের চুম্বকেরা বলল শুনে, দাদা!

বের হতে চাও? বেরোও দেখি! আমরা দেব বাধা।

আলাপ শুনে মেজাজ খারাপ, বলল হেঁকে গামা

আয় দেখি কার শক্তি কত! পারলে আমায় থামা!

চুম্বকেরা ধরল টেনে আলগা আলাপ রেখে

ভর বেশি তাই আলফা গেল একটুখানি বেঁকে।

আলফা থেকে ভর কম, নেই শক্তিশালী পেশি

এই কারণেই আলফা থেকে বাঁকল বিটা বেশি।

গামা হলো ভরশূন্য, জানত না চুম্বকে!

ভেজাল ছিল চুম্বকদের বাধা দেয়ার ছকে।

নাক বরাবর ছুটল গামা পুরোই আলোর বেগে

লাভ কী হতাশ চুম্বকদের গামার ওপর রেগে!