উট চেনা যায় কুঁজে

অন্য অনেক প্রাণীর মাঝে উট রয়েছে মিশে

উটের বিশেষত্ব কোথায়? উট আলাদা কিসে?

মরুর জাহাজ উট চলেছে গরুর মতন খুরে

কেমন করে উট চেনা যায় প্রশ্ন মগজজুড়ে।

উটকে চেনার উপায় পেলাম বইপত্তর খুঁজে

চিনতে হলে নজর দেওয়া লাগবে উটের কুঁজে।

ব্যাকট্রিয়ান ও ড্রমিডারি দুই প্রকারের উটে

সহিষ্ণুতার প্রতীক হয়ে বেড়ায় হেঁটে, ছুটে।

ড্রমিডারির একখানা কুঁজ, ব্যাকট্রিয়ানের দুটি

কুঁজের ভেতর উট রাখে না সবজি, পানি, রুটি।

ভাবছ সৃষ্টিকর্তা কেন উটটাকে কুঁজ দিল!

কুঁজের ভেতর চর্বি থাকে ত্রিশ-পঁয়ত্রিশ কিলো...

খাবার ছাড়াও পনেরো দিন উট কীভাবে বাঁচে?

শক্তি দিতে উটের কুঁজে চর্বি জমা আছে।

চর্বি গলে শক্তি আসে, চর্বি গলে পানি

উট চিনতে এখন আমার হয় না পেরেশানি।

উটরা বসে জাবর কাটুক, দিক না মরু পাড়ি!

কুঁজ দেখলেই এখন আমি উট চিনতে পারি।