ধাঁধা

অলংকরণ: আরাফাত করিম

গান বাজছে, ‘জোছনা রাতে সবাই গেছে বনে’

শুনেই হঠাৎ ভাবনাখানা এল আমার মনে।

চাঁদ দেখতে যাচ্ছে বনে, উঠছে লোকে ছাদে

আমি কেন চাঁদ দেখতে যাচ্ছি না হে চাঁদে!

কখন যে কার সাধ আহ্লাদ পূর্ণ হয়ে থাকে!

খবর পেলাম চাঁদে যেতে নাসা আমায় ডাকে!

অ্যাপোলো-এগারো রেডি, বেরোচ্ছে ঐ ধোঁয়া

এই সময়ে আমি কি আর থাকব বেডে শোয়া!

চাঁদে যাবার উত্তেজনা উঠছে মুখে ফুটে।

অলড্রিন আর কলিন্স রেডি, ঢুকেছে স্পেস স্যুটে।

ছুটল রকেট, ছুটছে রকেট, যাচ্ছি চাঁদের পানে

মিষ্টি চাঁদের আলো ছড়ায় রবিবাবুর গানে।

পৌঁছে গেল রকেট চাঁদে, এবার নামার পালা

দুচোখ ভরে জল আসছে, কী জ্বালা! কী জ্বালা!

চোখের এ জল আর কিছু না, আনন্দে আর সুখে

সবার আগে পা রাখছি আমি চাঁদের বুকে!

পা রাখবার গর্বে আমার ফোলে বুকের ছাতি

বিশাল পদচিহ্ন এটা, আঁকল মানবজাতি।

জীবন আমার ধন্য হলো ফিফটি ইয়ার্স আগে

আমিটা কে? বলতে দেখি কত মিনিট লাগে!

* লেখাটি ২০১৯ সালে জুলাই সংখ্যায় প্রকাশিত