‘ভাইরাস’ মানে ‘বিষ’

ভাইরাসগুলো এতই ক্ষুদ্র!

দেখে না তা খালি চোখ!

ওদের ব্যাপারে তথ্য জানলে

কেবলই গিলবে ঢোঁক।

অকোষীয় বলে ভাইরাসদের

অনেকে বলে না জীব

তাই বলি শোনো ওদের দেখতে

হইয়ো না তো উদ্‌গ্রীব।

প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড

এই দুই উপাদান

ক্যাপসিডটার ভেতরে গড়েছে

ভাইরাসদের প্রাণ।

ভাইরাসদের কী নেই বললে

হবে না তো বিশ্বাস!

নেই-এর মধ্যে সাইটোপ্লাজম

এবং নিউক্লিয়াস।

জীবন্ত কোষ পেলে ভাইরাস

আনন্দে দেয় শিস

ভাইরাস একটি ল্যাটিন শব্দ

যার মানে হলো ‘বিষ’।