হেড মানে মাথা, নেক মানে ঘাড়

অলংকরণ: সারা তৌফিক

গিন্নিকে ডেকে বলি, শোনো!

আমাকে কি ঠিকমতো গোনো?

আমি ফ্যামিলির হেড। হেড মানে মাথা

মাথাকে বাঁচাতে লাগে হেলমেট, ছাতা।

মাথা আছে বলে নেই অসুবিধাগুলি

মাথা বুঝি শুধু মাথা? মাথা শুধু খুলি?

একশত বিলিয়ন নিউরনে ঠাসা

মাথা হলো মগজের, বুদ্ধির বাসা।

মগজেরও দুই ভাগ—লেফট আর রাইট

এক্সন আছে, আরও আছে ডেনড্রাইট।

নিউরনে জমা থাকে যাবতীয় স্মৃতি

রবীন্দ্রসংগীত, নজরুলগীতি।

অলংকরণ: সারা তৌফিক

কঠিন অঙ্ক কষা, ডেট মনে রাখা

কল্পনা করে করে ছবিটবি আঁকা

মাথা আছে বলে আছে চোখ, মুখ, কান

নাক, চুল নিয়ে লোকে মহারূপবান।

মাথা আছে বলে খেলি সুডোকু বা দাবা

মাথা ছাড়া কোনো কিছু যায় নাকি ভাবা?

আরও কী কী বলি ভেবে নিতে যায় দম

গিন্নি ফোড়ন কাটে, ব্রেন যার কম...

মাথা আছে বলে মুখে করো চিত্কার

তুমি হেড হলে জেনো আমি নেক-ঘাড়।

মাথা দিয়ে ভেবে দেখো দাম কার বেশি!

ঘাড়ে আছে দুইখানা নামকরা পেশি*।

পেশিতে নাড়াই ঘাড়, তুমি মাথা নড়ো

মোটা মাথা নিয়ে প্লিজ পথ থেকে সরো।

যেতে যেতে দিল কি না ব্যঙ্গের হাসি!

ফ্যামিলির হেড আমি, হেড ভালোবাসি।

হেড মানে মাথা আর নেক মানে ঘাড়

হেডের মূল্য বোঝে পোড়া সংসার?

* স্টার্নোক্লেডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস