বলল ডেকে ব্যাকটেরিয়া

অলংকরণ: রাকিব

বলল ডেকে ব্যাকটেরিয়া, ‘ও ভাইরাস, শোনো!

তোমার–আমার পার্থক্য টের পাও না কেন?

ভাইরাস আর ব্যাকটেরিয়া নয় মোটে এক, হে হে!

শক্তি নিতে দেখছ দুজন ঢুকছি মানবদেহে!

দুজন আছি অসুখবিসুখ তৈরি করার কাজে

তাই বলে কি সমান সমান ভাবতে বসা সাজে?

বিষণ্নতায় ভুগতে হবে আমার আলাপ শুনে

আমার আকার তোমার চেয়ে বিশাল হাজার গুণে!

গঠন নিয়ে থাকবে তুমি আমার ধারেকাছে?

তোমার তো নেই কোষের প্রাচীর, এই যে আমার আছে!

আমি হলাম এককোষী প্রাণ, দেখবে কাছে এসে?

তুমি আছ নানান অণুর জটিল সমাবেশে!

দেখছি তোমার জীবন পুরোই কষ্ট দিয়ে মাখা!

জীবন্ত কোষ ছাড়া তোমার হয় না টিকে থাকা!

আসল জ্ঞানের আলোয় তোমায় করছি আলোকিত

ব্যাকটেরিয়া জীবন্ত আর ভাইরাসেরা মৃত!

মৃতের আলাপ থাকবে কেন জীবন্তদের পাশে?’

আলাপ শুনে ভাইরাসটা মুচকি মুচকি হাসে!

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তার সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত