খা খা

খা খা হাবিজাবি, আর কত খাবি!

এসব খেয়ে শেষে কী যে হবে! ভাবি।

সারাক্ষণ খুঁজছিস জিহ্বার মজা

রাস্তার ঝালমুড়ি, খাজা আর গজা!

তোর চোখ চকচক ডালপুরি পেলে!

সমুচা বা শিঙাড়া চুপচুপা তেলে!

বার্গার, চটপটি, ফুচকার ঝালে

পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে?

ডাইনিং টেবিলেও খেতে বসে তুই

খাচ্ছিস না রে দেখি লালশাক, পুঁই!

চেয়ে দেখ বাটিভরা ছোট-বড় মাছে

তারপরও টেনে নিলি মাংসটা কাছে?

প্রয়োজন কিরে এত চর্বিটা চাখা?

সবজি ও সালাদ কি থেকে যাবে ঢাকা!

পেট ভরে ভাত খাস, আছেটা কী ভাতে?

এহ হে রে! লবণ কি নিচ্ছিস পাতে?

বন্ধুরা মিলেমিশে খেতে যদি যাস

ফ্রেঞ্চফ্রাই নামে কিনা আলুভাজা খাস!

তোদেরকে নিয়ে দেখি অদ্ভুত জ্বালা!

বিরিয়ানি শুনলেই মুখে আসে লালা?

খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিংকস খুঁজে

হাবিজাবি খাচ্ছিস নাকে-মুখে গুঁজে।

শুধু শুধু তোর বুঝি টয়লেট কষা!

তোকে খেতে দেখি না তো গাজর বা শসা।

ফল কবে খেয়েছিস পড়বে না মনে।

মন চায় ফেলে আসি তোকে সোজা বনে।

খাওয়া মানে পেট ভরা, কে বলেছে তোকে?

পুষ্টির কথা তবে বলত না লোকে।

খাদ্য ভাবলে আগে পুষ্টিটা ভাব

থাকিস সুস্থ যদি তোরই তো লাভ।

খাওয়া ভালো মানে ভালো পুষ্টির গুণে

কিরে তোর মুখ কালো এইসব শুনে?

ভিটামিন, মিনারেল, শর্করা, স্নেহ

মাপমতো আমিষটা খায় যদি কেহ—

টেনশন নেই তার স্বাস্থ্যটা নিয়ে।

কী বললি! আজ রাতে খেতে যাবি বিয়ে?

পোলাও, রেজালা, রোস্ট আর বোরহানি!

তোর যে কী হবে সেটা আমিই কি জানি!