পগনোলজি

অলংকরণ: রাকিব

চুলকে ডেকে বলল ঘন দাড়ি

আমাকে যে হিংসা কর, বুঝতে সেটা পারি!

হিংসা করে ফায়দা হবে? (কাদের সাথে থাকি!)

চাইছ আমার মতন হতে? তাই হওয়া যায় নাকি?

চুল দাড়ি কি সমান সমান? বাপরে বলিহারি!

চুল তো গজায় সবার মাথায়, বাচ্চা, পুরুষ, নারী!

সেটাও আবার জন্ম নিলেই, মাথায় মারে উঁকি

চুল গজানোয় নেই তো ম্যাজিক, নেই কোনো বুজরুকি!

ইচ্ছা হলেই দাড়ির মালিক? কে শুনেছ কবে?

পুরুষ বয়ঃসন্ধিকালে দাড়ির মালিক হবে!

দাড়ি কি আর ফলের মতন? চাইলে গাছে ধরে!

দাড়ি হতে বয়স লাগে! একুশ বছর গড়ে!

ডিহাইড্রোটেস্টোস্টেরনের নাম শুনেছ? আরে!

এই হরমোন আছে বলেই দাড়ি গজায়, বাড়ে!

ঘন ঘন দাড়ি কাটায় দাড়িরা হয় ঘন?

এই তথ্য বইপত্রে পাবে না কক্ষনও!

গ্রীষ্মকালে বাড়তে দেখ দাড়ি বাড়ার গতি!

কারণ বলি, আরে বাপু, জানলে তো নেই ক্ষতি!

গ্রীষ্মকালেই এই হরমোন নিঃসৃত হয় বেশি

রাগ কোরো না, নরম কর শক্ত মুখের পেশি!

আহহা তোমার চুলের জীবন! লাভ কী মিছেই কেঁদে

দাড়ি তো আর হওনি তুমি, চুল হয়েছ সেধে!

চুল হয়েছ, পড়বে ঝরে, মানুষ হবে টেকো

দাড়ির কথা জানতে হলে পড়ার ভেতর থেকো!

ইতিহাসের পাতায় লেখা- যাদের ছিল দাড়ি

তারাই ছিল বুদ্ধি এবং প্রজ্ঞার অধিকারী!