চুল পাকে

অলংকরণ: রাকিব

জগৎজুড়ে এই যে এত গরু-ছাগল-গাধা

কেউ দেখেছ? বুড়ো হলে চুল হয়ে যায় সাদা?

কালো গরু সাদা কি হয়? চুল কি তাদের পাকে?

আমার কেন চুল সাদা হয়? জিজ্ঞাসিব কাকে?

প্রশ্ন শুনে জবাব দিলেন বায়োলজির স্যারে

কুকুর, বিড়াল, শিম্পাঞ্জির চুল পাকতে পারে।

মানুষ হলে, বয়স হলে পাক ধরবেই চুলে

মেলানিনই আছে চুলের কালো-সাদার মূলে।

বয়স হলে মেলানিনের উৎপাদনে ভাটা

দিনে দিনে কালো চুলের গুডবাই আর টা টা।

তিরিশ বছর থেকে চুলের পাকাটা হয় শুরু

পাকতে থাকে গোঁফ দাড়ি ও পাকতে থাকে ভুরু।

ছেলেগুলোর চুল পেকে যায় মেয়েগুলোর আগে

লাভ কী মিছে অভিমানে? লাভ কী মিছে রাগে!

কম বয়সেও চুল পেকে যায় বংশগত হলে

পুষ্টির অভাব চুলগুলোকে সফেদ করে তোলে।

খুব মানসিক চাপের ভেতর যারা প্রায়ই থাকে

তাদের মাথার চুল দেখা যায় কম বয়সেই পাকে।

এশিয়ান ও আফ্রিকানের চুলটা পাকে ধীরে

শ্বেতাঙ্গদের মাথা দ্রুত সাদা চুলের নীড়ে।

বুদ্ধি বাড়ার সাথে সাথে চুল পাকা কি বাড়ে?

প্রশ্ন করার আগেই হাওয়া বায়োলজির স্যারে।