মিষ্টি প্রজাপতি

আমি       মিষ্টি প্রজাপতি,

আমার     শান্ত মতিগতি।

আমি       নরম-মোলায়েম

আমি       আনন্দ ও প্রেম।

আমার    আলপনারই ডানা

রঙের     নেই কোনো সীমানা।

আমায়    দেখবে তুমি যত-

আমি       স্বপ্ন-পরীর মতো।

আমার    দশ খণ্ডের দেহ

সেটা       ভাবতে পারো কেহ।

আমি       মৌ দেখে উন্মাদ,

আমার     মনটাও নিখাদ।

আমি       ফুলে ফুলে ঘুরি

আমার     নেইকো বাহাদুরি।

জানো      কেউ কি এ সংবাদ?

আমি       পা দিয়ে নিই স্বাদ।

কোনো     সিক্ত কাদা থেকে

আমি       পানি করি পান,

আমার     চার পর্বে জীবন-

যেন         চারটা কলির গান।

আমার     বারো হাজার চোখ

শুনে         আঁৎকে ওঠে লোক।

আমি       প্রথম ছিলাম ডিম

যেন         থমথমে পিদিম।

পরে         হলাম শুঁয়োপোকা

তখন        নাদুস-নুদুস বোকা।

আরও      পাল্টে গেল দেহ-

সেটা        ‘পিউপা’ বলে কেহ।

পরে         হলাম রূপবতী

সেটা        দারুণ প্রজাপতি।

আরও    ছয় ঘণ্টা ধরে      

ওড়ার     করেছি চেষ্টা,

আমার    চর্চা করার ফলে

পেল        সাফল্য শেষটা।

তাতে       লাগল সময় বেশি-

তবু         নেইতো আমার ক্ষতি!

আমার    অধ্যবসায় গুণে-

আমি       দারুণ গুণবতী।