কেঁচোর মতোন বেঁচো

প্রতিটা বছর ফেব্রুয়ারিতে একই ঘটনা ঘটে

এক ধরনের চকলেট, কার্ড হাজির দৃশ্যপটে।

সবগুলোতেই লাল রং দিয়ে হূদয়চিহ্ন আঁকা!

এইসব দেখে যাচ্ছে না আর চুপচাপ বসে থাকা।

ভালোবাসা দিবস

চলেন এটা নিয়ে কিছু কথা বলি, একটু শোনেন, জি বস!

ভালোবাসাটাতে হূদয় জড়িত, হূিপণ্ডের ইস্যু

যেটার কারণে দুচোখে সাগর, মুছতে লাগছে টিস্যু।

হূিপণ্ড ও হূদয় একই...তাই তো দেখেছি ভেবে

হূিপণ্ডের সংখ্যা বেশিরা ভালোবাসা বেশি দেবে।

হূিপণ্ডের সংখ্যা কয়টা? আমার একটা মোটে

তরুণী দেখলে যেটার ভেতরে রক্ত ছলকে ওঠে।

একখানা মোটে হূদয় আমাকে দিল অন্তর্যামী!

তা দিয়ে জানেন ভালোবেসে আর কুলাতে পারি না আমি।

অক্টোপাসের দারুণ কপাল! আছে কী দারুণ সুখে!

তিন তিনখানা হূদয় রয়েছে অক্টোপাসের বুকে।

অক্টোপাসের মতোন জিরাফ তিনটি হূদয়সহ

প্রাণভরে করে ভালোবাসাবাসি। জীবন অর্থবহ।

হূিপণ্ডটা না থাকার ফলে জেলিফিশ প্রতিদিন

অন্যের কাছে একই কথা শোনে ‘তুমি তো হূদয়হীন’।

আজকাল আমায় কেউ কেউ বলে ‘হূদয় না থাকা ছেলে’

বলেন তো বস জেলিফিশদের সঙ্গে আমার মেলে?

ভালোবাসা নিয়ে আমার সঙ্গে নেই কারও রেষারেষি

কার কিসে ক্ষতি আমার যদি বা হূদয় থাকত বেশি?

পাঁচটা হূদয় সাথে নিয়ে ঘোরে আমাদের চেনা কেঁচো!

তাই বুঝি বস আমাকে বলেন, কেঁচোর মতোন বেঁচো?

*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তার জানুয়ারি সংখ্যায় প্রকাশিত