সালোকসংশ্লেষণ

তোমরা মানুষ খাওয়াদাওয়া নিয়ে ঝামেলা লাগিয়ে দাও

খাবার বেলায় একেক সময়ে একেক খাদ্য চাও!

শুধু খাবে বলে বেঁচে থাকে নাকি মানুষেরা দিনরাত?

কোফতা, কাবাব, বিরিয়ানি চাও, সঙ্গে ভর্তা, ভাত?

নতুন রেসিপি খুঁজতে খুঁজতে জীবনটা বরবাদ

মানুষের এক জিবটাতে কেন এত্তো রকম স্বাদ?

কোরিয়ান খাও, জাপানিজ খাও, চায়নিজ অথবা থাই!

নতুন রেসিপি, নতুন খাবারে সারাক্ষণ খাই খাই!

সকালে সবজি, দুপুরে মাংস, রাত্রে টেবিলে মাছ

মানুষের মতো ঝামেলায় নেই আমরা সবুজ গাছ।

খাবার বেলায় ভাবনাচিন্তা জীবন সরল হোক

সহজ রেসিপি—ক্লোরোফিল, জল, সঙ্গে সূর্যালোক

এইগুলো ছাড়া কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন

এই থেকে হবে খাবার তৈরি, গাছেরা করেছে পণ।

গাছকে জটিল ভাবলে জানবে তোমার জানাতে ভুল

মাটি থেকে জল টেনে তুলে নিতে গাছের রয়েছে মূল।

সবুজ পাতায় রঞ্জক আছে, নাম তার ক্লোরোফিল

দিনের বেলায় আলো দিয়ে যেতে সূর্যটা দানশীল।

কার্বন ডাইঅক্সাইড দিতে চারপাশে পরিবেশ

জীবন বাঁচাতে সরল গাছের চিন্তাভাবনা শেষ।

সৃষ্টির থেকে গাছ যা খেয়েছে তা-ই খাচ্ছে আজ

ক্লোরোফিল করে সূর্যালোকের শক্তি টানার কাজ।

কার্বন ডাইঅক্সাইড, জল বিক্রিয়া করে। আর

তাতেই তৈরি গাছের খাদ্য দরকারি শ্বেতসার।

গাছ যতটুকু কার্বন ডাইঅক্সাইড টেনে নেন

প্রকৃতিতে তার সমপরিমাণ ছাড়েন অক্সিজেন।

গাছের খাদ্য তৈরি করাই সালোকসংশ্লেষণ

মন খুশি নিয়ে টিকে আছে গাছ, গাছের বিশাল বন

বাহারী রান্না টাকার সঙ্গে সময়ের অপচয়

আহারে মানুষ খাবারে কেন যে গাছেদের মতো নয়!