জয়যাত্রা ৫০ টেকফেস্টের উদ্বোধন ১৮ মার্চ

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবটিকস ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে ‘জয়যাত্রা ৫০ টেকফেস্ট’। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন হবে ১৮ মার্চ। চলবে ২৩ মার্চ পর্যন্ত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ উৎসবের আয়োজন করছে ক্লাবটি।

প্রতিযোগিতায় থাকছে:

  • আইডিয়া মুভমেন্ট (আইডিয়া কনটেস্ট)

  • কোড প্লাটুন (প্রোগ্রামিং কনটেস্ট)

  • ওয়ার অব ব্রেইনিয়াক্স (অ্যানালিটিক্যাল অলিম্পিয়াড)

আইডিয়া মুভমেন্টে প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাস্তবভিত্তিক সমস্যার সমাধান তুলে ধরতে পারবেন। এ বিভাগে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন দলবদ্ধভাবে। শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ থাকবে অ্যানালিটিক্যাল অলিম্পিয়াড ওয়ার অব ব্রেনিয়াক্সে। এ বিভাগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলবদ্ধভাবে অংশগ্রহণের সুযোগ থাকছে। প্রোগ্রামিং প্রতিযোগিতা কোড প্লাটুনে প্রতিযোগীরা এককভাবে পাইথন, জাভা, সি++ ব্যবহার করে প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারবেন।

ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন রোবটিকস ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটির ফেসবুক পেজ facebook.com/BRACU.Robotics.Club । রেজিস্ট্রেশন করতে পারবেন www.joyjatra.robu-lab.org লিংকে ক্লিক করে।

উল্লেখ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো রোবটিকস ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটি। যাত্রার শুরু থেকে ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও রোবটিকসের প্রসারে কাজ করে আসছে। প্রতিটি সেমিস্টারেই কোনো না কোনো কর্মশালার মাধ্যমে ক্লাবের সদস্য ও রোবটিকসে আগ্রহীদের সংযুক্ত রাখা হয়। এ ছাড়া ক্লাবের বেশ কয়েকটি প্রজেক্টের (ব্র্যাক অন্বেষা, ব্র্যাকইউ ডুবুরি, ব্র্যাকইউ মঙ্গল তরি, ব্র্যাকইউ চন্দ্রবট) মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের পদচিহ্ন অঙ্কন করেছে এবং বিদেশের মাটিতে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে সাফল্যের সঙ্গে। পাশাপাশি ক্লাবটি ইতিমধ্যে আন্তবিশ্ববিদ্যালয় রোবটিকস প্রতিযোগিতা ‘আইইউটিসি ২০১৯’ এবং এই করোনা মহামারির মধ্যেও সবচেয়ে বড় অনলাইন টেক প্রতিযোগিতা ‘ট্র্যাকশন ২০২০’ সাফল্যের সঙ্গে আয়োজন করেছে।