পদার্থ-অপদার্থ

আজকাল আমার জানার চেষ্টা পদার্থ বলে কাকে

কিসের কারণে লোকজন তাকে পদার্থ বলে ডাকে!

খুলে বিজ্ঞান বই

পদার্থ নিয়ে লেখাগুলো পড়ে তাজ্জব হয়ে রই।

যার আছে ভর, সেই সাথে যে জায়গা দখল করে

পদার্থবিজ্ঞানের ভাষাতে পদার্থতেই পড়ে।

জানলেও ভালো লাগে

পদার্থ থাকে কঠিন, তরল, বায়বীয়—তিন ভাগে।

জেনে নিই এক ফাঁকে

তরল স্ফটিক, প্লাজমা রূপেও পদার্থ নাকি থাকে।

পদার্থদের মৌলিক অথবা যৌগিকও লাগে ডাকা!

বসে বসে ভাবি আমি কোন ভাগে? আমার কোথায় থাকা?

আমি যে জায়গা দখল করি, তা আমি তো ভালোই বুঝি

ঘুমাতে বিছানা, বসার জন্য টুল বা চেয়ার খুঁজি।

আমার যে ভর ভালোই রয়েছে, লাগবে বুঝিয়ে বলা?

রিকশায় নিতে দুইবার ভাবে রুগ্ণ রিকশাঅলা।

শুনেছি স্যারের কাছে

আমার ভেতরে নিউট্রন, প্রোটন, ইলেকট্রনও আছে।

পদার্থ হতে আমার ভেতরে কোথায়, কিসের বাধা?

আমি কী আসলে সেটাই দেখছি সবচেয়ে বড় ধাঁধা।

পরিচয় নিয়ে কেন সংশয়? কে আছে এটার মূলে?

সবকিছু আমি সকল সময়ে পারি না বলতে খুলে।

কিছুদিন হলো গিন্নি আমাকে অ-পদার্থ ডাকে

ভুলটা ভাঙাতে বিজ্ঞান বই খুলে দেখালাম তাকে।

তারপরও ডাকে নড়চড় নেই, সোজা না বুঝিয়ে বলা

কারণ কিছু না, আমি বিজ্ঞান, গিন্নি পড়েছে কলা।

  • লেখাটি ২০১৭ সালে বিজ্ঞানচিন্তার মার্চ সংখ্যায় প্রকাশিত