বিজ্ঞান জাদুঘরে পুরস্কার বিতরণী

বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমাবিজ্ঞান জাদুঘর

শেখ রাসেল শিশু-কিশোর বিজ্ঞান প্রতিযোগিতার ৮৫ শিক্ষার্থী।

বুধবার বিজ্ঞান জাদুঘর প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, 'বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিশুদের হাতে দেশকে তুলে দিতে চাই। শিশুদের সৎ পথে মানুষ করতে হবে। সৎ শিশুরাই বাংলাদেশকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যাবে।'

অনুষ্ঠানে শিশু-কিশোর বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ৮৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। পরে মন্ত্রী শেখ রাসেল স্মৃতি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান ও পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক।